রবিবার, ২৮ আগস্ট, ২০২২, ০২:৩৪:০৩

উজ্জ্বল, নরম ত্বক ও নজরকাড়া সৌন্দর্যের রহস্য কি? ফাঁস করলেন কিয়ারা নিজেই

উজ্জ্বল, নরম ত্বক ও নজরকাড়া সৌন্দর্যের রহস্য কি? ফাঁস করলেন কিয়ারা নিজেই

বিনোদন ডেস্ক: বর্তমানে বি টাউনের অন্যতম চর্চিত নায়িকা কিয়ারা আডবাণী। তার পরপর ছবি হিট। তাছাড়া সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে তার সম্পর্কের খবরে তোলপাড় টিনসেল টাউন। এর মাঝেই কফি উইথ করণ শোয়ে তার এবং সিদ্ধার্থের বিয়ের জল্পনা উসকে দিয়েছেন খোদ শাহিদ কাপুর। 

তিনি জানিয়েছেন, চলতি বছরের শেষেই বড় কোনও ঘোষণা করতে চলেছেন কিয়ারা। তাই বিয়ের আগে ত্বকের বিশেষ চর্চা কীভাবে করছেন তিনি? এমনিতেই কিয়ারার উজ্জ্বল, পেলব ত্বক নজর কাড়ে ভক্তদের। নায়িকার নরম, দাগছোপহীন ত্বকের রহস্য কী? এবার সেই রহস্য নিজেই ফাঁস করলেন। 

কিয়ারা জানিয়েছেন, ঘরোয়া উপায়ে ত্বকের চর্চা করতে তিনি পছন্দ করেন। সপ্তাহে একদিন বেসন এবং ফ্রেশ ক্রিম দিয়ে তৈরি স্ক্রাব দিয়ে মুখ পরিষ্কার করেন তিনি। তাঁর মা বিভিন্ন উপাদান দিয়ে তাঁর জন্য প্যাক বানিয়ে দেন। ত্বকের মৃত কোষ তোলার জন্য এই ধরনের প্যাক তিনি ব্যবহার করেন। 

ঘরোয়া পদ্ধতিতে বিশেষ চর্চার পাশাপাশি রোজ ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিংয়ের উপর জোর দেন কিয়ারা। নিয়মিত রুটিন মাফিক চর্চা করলে, ত্বক আরও উজ্জ্বল দেখায় বলেই জানিয়েছেন নায়িকা। এর পাশাপাশি সপ্তাহে একদিন টমেটো, মধু দিয়ে বানানো ফেস প্যাক তিনি লাগান। 

ত্বক যাতে রুক্ষ, শুষ্ক না হয়, তার জন্য দুই বেলা ভিটামিন ই যুক্ত ক্রিম ব্যবহার করেন তিনি। ত্বকে জেল্লা বাড়াতে শরীরচর্চার উপরেও জোর দেন তিনি। শরীরচর্চার কারণে ত্বকেও রক্ত সঞ্চালন বাড়ে। ফলে আরও উজ্জ্বল হয় ত্বক। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে