বিনোদন ডেস্ক : অভিনেত্রী ও বিজেপি নেত্রী সোনালি ফোগাট মৃত্যু মামলায় রহস্য আরও ঘনীভূত হচ্ছে। তদন্তে গতি বাড়াচ্ছে গোয়া পুলিশও। তবে হরিয়ানা সরকার চাইছে, এই মামলার তদন্ত করুক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এই মর্মে গোয়া সরকারকে একটি চিঠি লেখা হচ্ছে হরিয়ানা সরকারের পক্ষ থেকে। খবর সংবাদ প্রতিদিনের।
শনিবারই সোনালি ফোগাটের পরিবার হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টারের সঙ্গে দেখা করেছেন। সূত্রের খবর, অভিনেত্রীর পরিবারই এই মামলায় সিবিআই তদন্ত চাইছেন। তারাই হরিয়ানার মুখ্যমন্ত্রীর কাছে সিবিআই তদন্তের অনুরোধ জানিয়েছেন।
সোনালি ফোগাটের ১৫ বছরের মেয়ে নিজেই সংবাদমাধ্যমের কাছে সিবিআই তদন্তের দাবির কথা জানিয়েছে। তারপরই উদ্যোগ নিয়ে গোয়া সরকারকে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী খাট্টার।
গত ২৩ আগস্ট গোয়ার রিসোর্টে প্রয়াত হন ‘বিগ বস’ খ্যাত অভিনেত্রী তথা বিজেপি নেত্রী সোনালি ফোগাট। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, ওই অভিনেত্রীর দেহে একাধিক আ'ঘা'তের চি'হ্ন পাওয়া গেছে। প্রথমে মনে করা হয়েছিল, লো'ভ এবং শ'ত্রু'তার জন্য সোনালিকে খু'ন করা হয়েছে। কিন্তু ধীরে ধীরে এই মামলায় রহস্য ঘনীভূত হচ্ছে।
মনে করা হচ্ছে, সোনালিকে মা দ ক বা নি ষি দ্ধ কোনও স্লো'-প'য়জন খাইয়ে খু'ন করা হতে পারে। গোয়ার রিসর্টের একটি সিসিটিভি ফুটেজও প্রকাশ্যে এসেছে।
এই রিপোর্টের উপর ভিত্তি করে বৃহস্পতিবার গোয়া পুলিশ সোনালি ফোগাটের দুই সহকর্মীর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে। সুধীর সাঙ্গওয়ান ও সুখবিন্দর সিং এই দু’জনই সোনালির সঙ্গে গোয়া সফরে উপস্থিত ছিলেন। এদের ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে।
এরা ছাড়াও গতকাল গ্রেপ্তার হয়েছেন কার্লিস রেস্তরাঁর মালিক এডউইন নানস এবং এক মাদক মাফিয়া। তাদের গতকাল আদালতে তোলার পর ১০ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। এদিকে আরেক মা দ ক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়া পুলিশ।