সোমবার, ২৯ আগস্ট, ২০২২, ০২:৪৭:৩৬

উত্তেজিত মহিলাকে নদীতে ঝাঁপ দিতে দেখে যা করলেন আয়ুষ্মান

উত্তেজিত মহিলাকে নদীতে ঝাঁপ দিতে দেখে যা করলেন আয়ুষ্মান

বিনোদন ডেস্ক: তারকা বলে কথা। আবার যে সে নন, তার নাম আয়ুষ্মান খুরানা। জনপ্রিয়তায় মহিলা অনুরাগীদের সংখ্যাও নেহাত কম নয়। প্রিয় অভিনেতাকে চোখের সামনে দেখে আর স্থির থাকতে পারলেন না মহিলা অনুরাগী। নদীতে ঝাঁপ দেওয়ার কথাও বললেন তিনি। 

সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিওটি শেয়ার করলেন আয়ুষ্মান। অভিনেতার শেয়ার করা ভিডিওয় একটি নদী দেখা গিয়েছে। ওই নদীতে দুটি নৌকায় করে বেশ কয়েকজন মহিলা ঘুরে বেড়াচ্ছিলেন। উলটো দিকে লঞ্চে ছিলেন অভিনেতা। আচমকা যে আয়ুষ্মানকে দেখতে পাওয়া যাবে তা ভাবতেও পারেননি ওই মহিলারা। 

তারা আয়ুষ্মানকে দেখে অবাক হয়ে যান। উত্তেজিত হয়ে পড়েন। এক মহিলা অনুরাগীরা আয়ুষ্মানকে নদীতে সাঁতার কেটে তাঁর কাছে আসার দাবি জানান। উত্তেজিত মহিলাকে নদীতে ঝাঁপ দিতে দেখে আয়ুষ্মান জানালেন, তিনি সাঁতার কাটতে পারেন না। এরপর মহিলা অনুরাগী নিজে নদীতে ঝাঁপ দেওয়ার দাবি জানান। তবে শেষমেশ ওই মহিলা আর ঝাঁপ দেননি।

এই মুহূর্তটি ইনস্টাগ্রামে শেয়ার করেন আয়ুষ্মান। এই ভিডিওটি টাইমলাইনে থাকার প্রয়োজনীয়তা রয়েছে বলেই ক্যাপশনে উল্লেখ করেন। মহিলা অনুরাগীর এহেন আচরণকে মিষ্টি বলেই লেখেন আয়ুষ্মান। ভিডিওটিতে মন্তব্য করেন আয়ুষ্মান ঘরনিও। তিনিও ‘মিষ্টি’ বলেই উল্লেখ করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে