বিনোদন ডেস্ক: গ্রেফতারির পর কেটে গিয়েছে একমাস। এসএসসি দুর্নীতি মামলার তদন্তে অন্যতম অভিযুক্ত অর্পিতা মুখার্জী গ্রেফতার হন ২৩ জুলাই। কিন্তু জেলে মন বসাতে পারছেন না কিছুতেই। সূত্রের খবর দিনভর একপ্রকার কেঁদেই চলেছেন অর্পিতা!
ছলছল চোখে অপেক্ষা করে রয়েছেন জেল থেকে ছাড়া পাওয়ার। কিছুতেই যেন ভালো লাগছে না তার। বর্তমানে তার একটাই আবদার, “জেলের বাইরে বের হতে চাই।” পশ্চিমবঙ্গ সরকারের স্কুল সার্ভিস কমিশন সংক্রান্ত দুর্নীতি মামলায় বর্তমানে আলিপুর সংশোধনাগারে অর্পিতা মুখার্জী।
সম্প্রতি, ইডির হাতে গ্রেফতার হন তিনি। এরপর দীর্ঘ ইডি হেফাজতের পর আদালতের নির্দেশে বর্তমানে জেল হেফাজত সঙ্গী হয়েছে অর্পিতার। তবে আর কোনমতেই যেন তিনি পেরে উঠছেন না! সেই কারণে দিবারাত্র কেবল একটি কথা বলে চলেছেন, “আর ভালো লাগছে না। বাইরে বেরোব।”
ইডি সূত্রে জানা গিয়েছে, ফ্ল্যাট থেকে পাওয়া একাধিক নগদ অর্থ এবং এসএসসি সংক্রান্ত মামলায় সকল অভিযোগ অস্বীকার করেছেন অর্পিতা। এক্ষেত্রে প্রধানত পার্থ চট্টোপাধ্যায়ের উপরেই ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। জেল সূত্রের খবর, বিগত কয়েকদিন ধরে তেমন কিছু খাচ্ছেন না অর্পিতা। ভাত, ডাল, তরকারি, মাছের ঝোল দেওয়া হলেও কিছুই যেন ভালো লাগছে না তার।
তবে বর্তমানে প্রধানত যে প্রশ্নটি মাথাচাড়া দিয়ে উঠেছে, সেটি হলো এসএসসি দুর্নীতি মামলায় পার্থ ও অর্পিতার ভবিষ্যৎ কি হতে চলেছে? বিশেষজ্ঞদের মতে, কোটি কোটি নগদ অর্থ এবং একাধিক তথ্য প্রমাণ মেলায় তাদের বিরুদ্ধে মামলা যথেষ্ট শক্তিশালী। দুর্নীতির মূল উৎস বার করতে ইডিও অত্যন্ত তৎপর হয়ে উঠেছে।
এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বর্তমানে জেল হেফাজত থেকে মুক্তি পাওয়া এক প্রকার অসম্ভব। তবুও যেন নাছোড়বান্দা অর্পিতার একটি দাবি, “জেল থেকে বেরোবো।” তবে আগামী দিনে অভিনেত্রীর এ আবদার কতখানি বাস্তবে রূপায়িত হয়, তা অবশ্য সময়ই বলবে। 'অনিশ্চিত' ভবিষ্যতের কথা ভেবে জেলে বসে কেঁদেই চলেছেন অর্পিতা।
সূত্রের খবর বেশ কিছুদিন ধরেই তিনি বিষাদে ছিলেন। নানা মন্তব্য করছিলেন ক্ষোভ থেকে। এবার একরাশ ‘অভিমান’ নিয়ে কান্নাকাটিতে ভেঙে পড়লেন অর্পিতা। জেলের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই মহিলা কারারক্ষী তার সেলে এসে নানাভাবে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু তাতে কোনও কাজ হয়নি। উল্টো অর্পিতার কান্না আরও বেড়ে যায় বলেই সূত্রের খবর।
ঠিক কী বলেছেন অর্পিতা? কাঁদতে কাঁদতে মহিলা কারারক্ষীদের তিনি বলেন, ‘আর ভাল লাগছে না জেলের ভিতর। বাইরে বেরোতে চাই’। আলিপুর মহিলা জেলে এভাবেই ভেঙে পড়েছেন একদা অভিনেত্রী অর্পিতা। কিন্তু বেরতে চাইলেই কি বেরনো যায়! কারণ তার জামিন খারিজ করে দিয়েছে আদালত।
জেল সূত্রে খবর, অর্পিতা জেল কর্মীদের কাছে কান্নাকাটি করে বলেন, ‘আমার এই পরিবেশ কিছুতেই ভালো লাগছে না। কোথা থেকে যে কী হয়ে গেল, কিছুই বুঝতে পারছি না।’ রোববার দুপুরে তার সেলে কারারক্ষীরা খাবার দিয়ে যান। থালায় ছিল ভাত, ডাল, পটলের তরকারি এবং মাছের ঝোল। কিন্তু সেই খাবারও সামান্য মুখে তুলে বাকি খাবার সরিয়ে রাখেন তিনি।
বেশ কিছুদিন ধরেই তিনি এসএসসি–টেট কেলেঙ্কারিতে অভিযুক্ত মমতা সরকারের শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছিলেন। শনিবার সেই অর্পিতাই একরাশ অভিমান নিয়ে জেল থেকে বেরোনোর জন্য আবদার শুরু করেছেন। এই জেলেরই একটি কনফারেন্স রুম থেকে ৩১ আগস্ট ভার্চুয়াল শুনানিতে অংশ নেবেন অর্পিতা। তার জন্য সবরকম ব্যবস্থা পাকা করে রাখা হয়েছে।