বিনোদন ডেস্ক: এক পানমশলা সংস্থার এন্ডোর্স করতে অস্বীকার করেছেন কার্তিক আরিয়ান৷ যে ভূমিকার আর্থিক মূল্য ছিল ৯ কোটি টাকা, এও শোনা গিয়েছে৷ সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে পানমশলার বিজ্ঞাপনের অফার লোভনীয় হলেও কার্তিক সেই পথে হাঁটেননি৷
বিজ্ঞাপনের জগৎ থেকেও জানা গিয়েছে খবরের সত্যতা৷ বিজ্ঞাপন এজেন্সি থেকে জানানো হয়েছে যে কার্তিক আরিয়ান সত্যিই পানমশলা এন্ডোর্স করতে চাননি৷ তার মতো এমন মূল্যবোধের প্রতি দায়বদ্ধ থাকা বিনোদন দুনিয়ার তারকাদের মধ্যে বিরল৷ এত বড় অঙ্কের প্রস্তাব হেলায় ফিরিয়ে দেওয়া সহজ নয়-এ কথা স্বীকার করছেন অনেকেই৷
কার্তিক আরিয়ান যে যুবসমাজের আদর্শ হয়ে উঠতে চাইছেন, সে বিষয়ে সন্দেহ নেই অনুরাগীদের৷ সেন্সর বোর্ডের সাবেক চেয়ারপার্সন পহলাজ নিহালনীও কার্তিক আরিয়ানকে সাধুবাদ জানিয়েছেন৷ তার কথায়, ‘‘পানমশলা প্রাণহানি করে৷ গুটখা ও পানমশলা খাওয়ার জন্য যদি বলিউডের তারকারা উৎসাহিত করেন, তা হলে নিঃসন্দেহে তা জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক৷’’
যেখানে শাহরুখ খান, অজয় দেবগণ, অক্ষয় কুমারের মতো বলিউডের সিনিয়র তারকারা পানমশলা, গুটখার বিজ্ঞাপন করছেন, সেখানে কার্তিক আরিয়ান নিদর্শন তৈরি করেছেন৷ এমন লোভনীয় প্রস্তাব ফিরিয়ে যুবসমাজের আদর্শ হয়ে গেলেন কার্তিক আরিয়ান।