মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২, ১০:৪৭:০৪

ভরদ্বাজ-টাবুর সফল জুটি, ‘খুফিয়া’তে আরও আছেন বাংলাদেশের বাঁধন

ভরদ্বাজ-টাবুর সফল জুটি, ‘খুফিয়া’তে আরও আছেন বাংলাদেশের বাঁধন

বিনোদন ডেস্ক : গতকাল সোমবার (২৯ আগস্ট) নেটফ্লিক্স তার আসন্ন বলিউড চলচ্চিত্রগুলোর নতুন ‘ঝলক’ উন্মোচন করেছে। অন্যান্য শিরোনামের মধ্যে ‘খুফিয়া’ ভক্তদের মাঝে বেশ কৌতূহল সৃষ্টি করেছে। বিশাল ভরদ্বাজ এবং টাবুর সফল জুটি ফিরে এসেছে এই সিনেমার মধ্য দিয়ে।

চলচ্চিত্রটির প্রকাশের দিন, ভরদ্বাজ কিভাবে টাবুর সঙ্গে কাজ করতে পছন্দ করেন সে সম্পর্কে কথা বলেছেন এবং তাঁর আসন্ন সিনেমা সম্পর্কেও বিস্তারিত আলোচনা করেছেন।

‘খুফিয়া’ সম্পর্কে বিশাল ভরদ্বাজ বলেন, ‘‘এটি অমর ভূষণের গুপ্তচরবৃত্তি উপন্যাস ‘এস্কেপ টু নো হোয়ার’ অবলম্বনে নির্মিত। তবে মূল চরিত্রটি পুরুষ ছিল। কিন্তু একটি আমাকে আকর্ষিত করেনি। 

আমি যখন টাবুর কথা ভেবেছিলাম তখন আমি আরও আকর্ষিত হয়েছিলাম এবং আমি চরিত্রের লিঙ্গ পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি সবসময় টাবুর সাথে কাজ করার কারণ খুঁজে বের করার চেষ্টা করি এবং আমি তা পেয়েছি। ’’

বিশাল ভরদ্বাজের মন্তব্যকে ‘সবচেয়ে বড় প্রশংসা’ অভিহিত করে টাবু ‘খুফিয়া’তে তাঁর চরিত্র কৃষ্ণ মেহরা সম্পর্কে কথা বলেছেন। মুভিতে একজন গুপ্তচরের ভূমিকায় দেখা যাবে তাকে। 

তিনি বলেন, “পেশাগতভাবে, কৃষ্ণ মেহরা চরিত্র দেশের গুপ্তচরবৃত্তি ইউনিটের সঙ্গে কাজ করে তবে একজন ব্যক্তি হিসেবে সে অনেক স্তরের, আকর্ষণীয় এবং সবকিছু। তিনি কি করছেন, তাঁর জীবন কি এবং তিনি কে ছিলেন, এই সব আপনি সিনেমাটি দেখার পরে বুঝতে পারবেন। ’’

এছাড়াও বিশাল ভরদ্বাজের পরিচালনায় নির্মিত ‘খুফিয়া’তে বাংলাদেশের আজমেরী হক বাঁধন অভিনয় করেছেন। সিনেমাটির টিজারে বাঁধনকে দেখা গেছে এক আদিভৌতিক পরিস্থিতির মধ্যে। 

আগুন জ্বলছে আর বাঁধন এগিয়ে আসছেন নির্দ্বিধায়। টিজারটি মুক্তির পরপরই সকলের প্রত্যাশা বেড়ে গেছে সিনেমাটি নিয়ে। তাই নিঃসন্দেহে বাংলাদেশের ভক্ত ও অনুরাগীরা অপেক্ষায় আছে ‘খুফিয়া’র জন্য। সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে