বিনোদন ডেস্ক: কৃতী শ্যানন বলিপাড়ার সুন্দরীদের মধ্যে অন্যতম। পরিবারের কেউই এই পেশার সঙ্গে যুক্ত নয়। ফলে প্রথম সুযোগ পেতে বেশ পরিশ্রম করতে হয় নায়িকাকে। টাইগার শ্রফের সঙ্গে জুটি, প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে প্রেম— এমন বিভিন্ন কারণে শিরোনামে উঠে আসে অভিনেত্রীর নাম।
শুরুর দিনগুলি কেমন ছিল? সেই রহস্যই ফাঁস করলেন কৃতী। করণ জোহরের শোতে এসে অনেক না বলা কথাই বলে ফেলেন বলিউড তারকারা। তেমনই কর্ণের এই সপ্তাহের অতিথি কৃতী শ্যানন এবং টাইগার শ্রফ। সোফায় বসে পুরনো দিনে ফিরে গেলেন নায়িকা।
তিনি করণকে বলেন, “আমি তোমার ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবির জন্য অডিশন দিয়েছিলাম। কিন্তু তুমি আলিয়া ভাট্টকে নিয়েছিলে ছবিতে।” এ কথা শুনে কিছুটা লজ্জায়ই পড়ে যান পরিচালক করণ জোহর। যদিও এই মুহূর্তে প্রথম সারির নায়িকাদের মধ্যে অন্যতম কৃতী শ্যানন। একগুচ্ছ ছবি নায়িকার ঝুলিতে। ২০২২ সালে মুক্তি পাবে তাঁর দুটি ছবি ‘ভেড়িয়া’ এবং ‘শাহজাদা’।