মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২, ০২:৩৭:০৬

বিমানবন্দর থেকে গ্রেফতার কেআরকে

বিমানবন্দর থেকে গ্রেফতার কেআরকে

বিনোদন ডেস্ক: গ্রেফতার 'বিগ বস' খ্যাত অভিনেতা কামাল রশিদ খান ওরফে কেআরকে। মঙ্গলবার সকালে তাকে গ্রেফতার করে মুম্বাইয়ের মালাড থানার পুলিশ। এতদিন নিজের দুবাইয়ের বাড়িতে ছিলেন কেআরকে। এদিন মুম্বাইয়ে ফিরেছিলেন তিনি। 

সংবাদসংস্থা সূত্রে খবর, এদিন বিমানবন্দরে নামা মাত্রই তাকে গ্রেফতার করা হয়। তাকে বোরিভালি কোর্টে তোলা হবে বলে খবর। কিন্তু, কেন গ্রেফতার হল তাকে? অভিনেতার বিরুদ্ধে অভিযোগ, ২০২০ সালে তিনি একটি বিতর্কিত পোস্ট করেছিলেন। সেই কারণেই গ্রেফতার করা হয় কামালকে। 

ঠিক কী টুইট করেছিলেন? ২০২০ সালে কেআরকের বিরুদ্ধে প্রয়াত দুই তারকা ঋষি কাপুর এবং ইরফান খানের নামে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ উঠেছিল। এরপরেই IPC 294 ধারায় কামাল রশিদ খানের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের হয়েছিল।

বেশিরভাগ সময়ই নিজের বিতর্কিত মন্তব্যের জন্য শিরোনামে থাকেন কেআরকে। নিজের ইউটিউব চ্যানেলে বলিউডের নানা ধরনের ছবির রিভিউ করেন অভিনেতা। নানা বিষয়ে নিজের মতামত ব্যক্ত করেন তিনি। এমনকী প্রথিতযশা অভিনেতাদের তুলোধনা করতেও পিছপা হন না তিনি। 

আজকাল ক্রিকেট ম্যাচেরও রিভিউ করছেন কামাল। এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালীনও ব্যাক টু ব্যাক টুইট করেছেন তিনি। লিখেছেন, "প্রত্যেকের কাছে অপমানিত হতে হতে বিরাট কোহলির গায়ের চামড়াটাই মোটা হয়ে গিয়েছে। মশাই, একটু তো লজ্জা করুন।"

এটুকু বলে ক্ষান্ত হননি কেআর। বরং নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। সরাসরি বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীকে ট্যাগ করে তিনি লিখেছেন, "যদি রোহিত-কোহলির মতো বুড়ো ক্রিকেটারদেরই খেলিয়ে যাওয়া হয়, তাহলে আর নতুন ক্রিকেটাররা কবে সুযোগ পাবে?”

এখানে শেষ নয়, ভারত-পাকিস্তান ম্যাচের আগে বিরাট কোহলির ডিপ্রেশনের জন্য অনুষ্কা শর্মাকে সরাসরি দায়ী করে টুইট করেন কেআরকে। কেআরকের অভিযোগ অনুষ্কাই ‘ডিপ্রেশন’-এর কথা বিরাটের মাথায় ঢুকিয়েছে, তা না হলে এর আগে কোনও ভারতীয় ক্রিকেটার 'ডি'প্রে'শন'-এ ভোগার কথা জানাননি। যদিও পরবর্তীতে নিজের এই টুইট মুছে দেন কেআরকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে