বিনোদন ডেস্ক: বলিউডের বাদশা শাহরুখ খান। তাকে নিয়ে ভক্তদের মধ্যে উচ্ছ্বসার অন্ত নেই। আসমুদ্র হিমাচল বিস্তৃত কিং খানের ভক্ত। এই বিষয় নিয়ে কী মিসেস খান অর্থাৎ শাহরুখ পত্নি চিন্তায় থাকেন নাকি জাস্ট ডোন্ট কেয়ার?
দীর্ঘ ৩০ বছরের বিবাহিত জীবনে কিন্তু খান দম্পতির কোনও পারিবারিক সমস্যার কথা কখনও পেজ থ্রির খবরে জায়গা পায়নি। কিন্তু, ২০০৫ সালে করণের কফি কাউচে শাহরুখ ঘরণী গৌরী উপস্থিত হতেই স্বাভাবিক নিয়মে ব্যক্তিগত প্রশ্নে বিঁধেছেন করণ।
তিনি গৌরীর কাছে জানতে চেয়েছিলেন "শাহরুখের প্রতি সুন্দরী মহিলারা যদি বেশি নজর দেয় তাহলে কী অস্বস্তিবোধ করবে?" করণ গৌরীকে প্রশ্ন করেন, শাহরুখ যদি নিয়ম করে সুন্দরী মহিলাদের সঙ্গে মেলামেশা করেন বা তাদের সঙ্গে ছবিতে অভিনয় করেন তাহলে তার কেমন লাগবে। স্বামীর পরকীয়া নিয়ে খোলাখুলি বলেন শাহরুখ-পত্নী গৌরী খান।
কোনও কিছুর তোয়াক্কা না করে করণকে গৌরী বলেন, "প্রথমত আমাকে যদি কেউ এই রকম প্রশ্ন করে তাহলে আমার ভীষণ বিরক্ত লাগে। আমি সৃষ্টিকর্তার কাছে রোজ প্রার্থনা করি যদি কোনও দিন আমরা একসঙ্গে না থাকি, ওঁর জীবনে যদি কেউ আসে তাহলে আমিও যেন মনের মানুষ খুঁজে পেয়ে যাই। ও যে হ্যান্ডসাম সেটা আমি জানি। আর সেটা ধ্রব সত্যি। ও যদি অন্য কারও সঙ্গে ভালো থাকে তাহলে আমি কখনই বিরক্ত করব না। আমি জীবনে আগে এগিয়ে যাব।"
১৯৯১ সাল শাহরুখে জীবনে আসেন গৌরী। বেশ কয়েক বছর ভালোবাসার সম্পর্কে থাকার পরই সেই বছর বিয়ের বন্ধনে বাঁধা পড়েন শাহরুখ-গৌরী। ১৯৯৭ সালে তাদের জীবনে আসে বড় ছেলে আরিয়ান খান। আর ২০১৩ সালে ছোট ছেলে আব্রাম। শাহরুখ-গৌরীর মেয়ে সুহানাও বলিউডে এন্ট্রি নিয়েছেন।