বিনোদন ডেস্ক: শাহরুখ পুত্র বলে কথা, প্রায়দিনই কোনও না কোনও কারণে 'লাইমলাইট'-এ থাকেন আরিয়ান খান। ফের একবার লাইমলাইটে এলেন, তবে সেটাও সম্পূর্ণ অন্যকারণে। ক্যাটরিনা কাইফের বোন ইসাবেলা কাইফের সঙ্গে জমিয়ে পার্টি করতে দেখা গেল শাহরুখ পুত্রকে।
সঙ্গে ছিলেন মা দ ক মামলায় আরও এক অভিযুক্ত আরবাজ মার্চেন্ট। জানা যাচ্ছে, বন্ধু শ্রুতি চৌহানের জন্মদিনের পার্টিতে হাজির হয়েছিলেন আরিয়ান খান এবং ইসাবেলা কাইফ। সেই পার্টির ছবিই নেটদুনিয়ায় ভাই রাল হয়েছে। তবে শুধু আরিয়ান, ইসাবেলাই নয়, এই পার্টি দেখা গিয়েছে আরবাজ মার্চেন্টকেও।
প্রসঙ্গত মা দক কাণ্ডে গ্রে ফতার করা হয়েছিল আরবাজকেও। তার কাছ থেকে অল্প পরিমাণ মা দ কও উদ্ধার করেছিল এনসিবি। পরে জামিনে ছাড়া পান আরবাজ। আরিয়ান ক্লিন চিট পেলেও আরবাজকে এখনও এনসিবির তরফে ক্লিন চিট দেওয়া হয়নি।
প্রসঙ্গত বেশকিছু মিউজিক ভিডিয়োতে দেখা গিয়েছে 'বার্থডে গার্ল' শ্রুতি চৌহানকে। এছাড়াও রণবীর সিং-এর 'গল্লি বয়' ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে শ্রুতিকে। শ্রুতি নিজেই জন্মদিনের পার্টির ছবি পোস্ট করেছেন।
লিখেছেন, 'নিজেকে পৃথিবীর সবথেকে ভাগ্যবান মেয়ে বলে মনে হচ্ছে। আমি আমার জীবনে একসঙ্গে অনেক মানুষের এতটা ভালোবাসা পেয়েছি। এত ভালবাসা এবং আর যা কিছু পেয়েছি, তার জন্য আমি কৃতজ্ঞ। আমার সমস্ত সুন্দর বন্ধুদের ধন্যবাদ, এরা আমার কাছে পরিবারের মতো। যারা আমাকে শুভেচ্ছা জানিয়েছেন এবং হৃদয়ের উষ্ণ বার্তা পাঠিয়েছেন, সেগুলি পড়েও আমি অভিভূত।
আমি আমার সব কাছের মানুষদের সঙ্গে সময় কাটাতে পেরেছে, এর থেকে বেশি আমি আর কিছু চাই না। যাদের আমি ট্যাগ করতে পারিনি তাদেরকে বলছি, আমি সত্যিই দুঃখিত। এমন অনেকেই রয়েছেন, যাদের সঙ্গে আমার ছবি নেই অথচ, তাদের সঙ্গেও আমি ভীষণ মজা করেছি। সকলকেই জানাচ্ছি আমি সবাইকে ভীষণ ভালোবাসি।'
শ্রুতির পোস্ট করা ছবিতে কালো টি-শার্ট, ক্যাসুয়াল প্যান্ট এবং জ্যাকেটে দেখা যাচ্ছে আরিয়ানকে। পার্টিতে কালো ড্রেসে দেখা যাচ্ছে ইসাবেলাকে। 'সুস্বাগতম খোশামদেদ' বলে একটি ছবির হাত ধরে বলিউডে ডেবিউ করে ফেলেছেন ক্যাটরিনার বোন ইসাবেলা।