বিনোদন ডেস্ক: গত বৃহস্পতিবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পুরী জগন্নাধ পরিচালিত 'লাইগার'। বিজয় দেবেরাকোন্ডা, অনন্যা পাণ্ডেকে একসঙ্গে বড় পর্দায় দেখতে পাবেন বলে উৎসুক ছিলেন সিনেমাপ্রেমীরা। রণিত রায় এবং রাম্যা কৃষ্ণণের মতো তারকাও এই ছবিতে অভিনয় করেছেন।
তবে দুর্ভাগ্যবশত, স্পোর্টস অ্যাকশন ঘরানার এই ছবি বক্স অফিসে সাড়া ফেলেনি। ১২৫ থেকে ১৭৫ কোটি টাকা বাজেটের ছবি বক্স অফিস থেকে এখনও পর্যন্ত উপার্জন করেছে মাত্র ৪৬ কোটি টাকা। যার সিংভাগ দক্ষিণে থেকে, উত্তর বা হিন্দি বলয়ে ছবির আয় একেবারেই হতাশা জনক।
‘বাহুবলী’র ‘শিবগামী’ চরিত্রে অভিনয় করা রাম্যা তার কর্মজীবনে ২৬০টির উপর ছবিতে অভিনয় করেছেন। এই তালিকায় রয়েছে কয়েকটি হিন্দি ছবিও। লাইগার ফ্লপ হওয়া প্রসঙ্গে হতাশ রাম্যা এক সাক্ষাৎকারে জানান, তিনি এখনও পর্যন্ত যে হিন্দি ছবিগুলিতে অভিনয় করেছেন, তার একটিও সফল হয়নি।
নব্বইয়ের দশকে বলিপাড়ার নামকরা তারকাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন রাম্যা। ১৯৯৩ সালে বিনোদ খান্নার সঙ্গে ‘পরম্পরা’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। একই বছর সঞ্জয় দত্তের সঙ্গে ‘খলনায়ক’ ছবিতে কাজ করতে দেখা যায় নায়িকাকে। ১৯৯৬ সালে শাহরুখের সঙ্গে ‘চাহত’ ছবিতেও অভিনয় করেন রাম্যা।
ঠিক তার এক বছর পর গোবিন্দর সঙ্গে ‘বেনারসি বাবু’ ছবিতে রাম্যাকে দেখা যায়। ১৯৯৮ সালে ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ ছবিতে অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করার সুযোগ পান রাম্যা। নানা পাটেকার, মাধুরীর সঙ্গে একই বছর ‘ওয়াজুদ’ ছবিতেও ছিলেন তিনি।
‘লাইগার’-এর আগে বলিউডে এই সিনেমাতেই তিনি শেষ বারের মতো অভিনয় করেন। দক্ষিণে সিনেমাজগতে রাম্যা জনপ্রিয়। তেলুগু, কন্নড়, মালয়ালম ও তামিল ছবিতে কাজ করেছেন তিনি। কিন্তু দক্ষিণী ইন্ডাস্ট্রি থেকে যে অভিজ্ঞতা তিনি অর্জন করেছেন, তা বলিউড থেকে করতে ব্যর্থ হয়েছেন বলে জানান হতাশ 'শিবগামী'।
দক্ষিণী ইন্ডাস্ট্রি ছেড়ে বলিউডে এসে আবার আলাদা করে নিজের জায়গা তৈরি করে নেবেন সেই সাহস ছিল না, এমনটাই জানিয়েছেন রাম্যা। তিনি আরও জানান, কোনও নির্দিষ্ট ইন্ডাস্ট্রিতে কাজ করতে হলে প্রচুর সিনেমায় কাজ করতে হয়। নিজের জায়গা তৈরি করার জন্য সেই ইন্ডাস্ট্রিতে সফল ছবিও করা দরকার।
যে হিন্দি ছবিগুলিতে তিনি কাজ করেছেন তা রাম্যার কর্মজীবনে কোনও প্রভাব না ফেললেও ‘খলনায়ক’ ও ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ এই দু’টি ছবি হিট হয়েছিল। বাকি ছবিগুলি হিট না করলেও বক্স অফিস থেকে তার উপার্জন খুব একটা মন্দও নয়। কিন্তু, ‘লাইগার’ সে রকম সাড়া না ফেলায় অভিনেত্রী হতাশ হয়েছেন।
দক্ষিণের ইন্ডাস্ট্রিতে তিনি মুখ্য চরিত্রে অভিনয় করার প্রচুর সুযোগ পেয়েছেন। ভারতের বক্স অফিস কাঁপানো এসএস রাজামৌলির ‘বাহুবলী’ ছবিতে রাজমাতা ‘শিবগামী’র মতো গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন রাম্যা। ‘বাহুবলী’র সুবাদে রাম্যা কৃষ্ণণ থেকে 'শিবগামী' নামে তিনি বেশি পরিচিতি লাভ করতে থাকেন।