বুধবার, ৩১ আগস্ট, ২০২২, ০৬:০৬:৫৯

গরুর মাংস খেতে ভালবাসেন বলে বয়কটের মুখে রণবীর কাপুর

গরুর মাংস খেতে ভালবাসেন বলে বয়কটের মুখে রণবীর কাপুর

বিনোদন ডেস্ক: সোশ্যাল মিডিয়ার নয়া ট্রেন্ডের কারণে বক্স অফিসে ধরাশায়ী হয়েছে আমিরের 'লাল সিং চাড্ডা', অক্ষয়ের 'রক্ষা বন্ধন' সহ একাধিক ছবি। ৯ সেপ্টেম্বর বড়পর্দায় মুক্তি পেতে চলেছে আলিয়া-রণবীরের প্রথম ছবি 'ব্রহ্মাস্ত্র'। ছবির প্রচারে ব্যস্ত অভিনেত্রী। 

তবে তারকাদম্পতির আচরণ ও কয়েকটি মন্তব্যের জেরে বেজায় চটেছেন নেটিজেনদের একাংশ। সেই রাগ থেকেই বারবার তাদের ছবি বয়কটের ডাক দিচ্ছেন তারা। এরমাঝেই টুইটারে ভাইরাল হয়েছে রণবীরের পুরনো এক সাক্ষাৎকারের এক ঝলক। 

যেখানে খাদ্যাভ্যাস নিয়ে কথা বলতে শোনা গিয়েছিল তাকে। 'রকস্টার' ছবির প্রচারের সময় রণবীর এক সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি খেতে খুব ভালবাসেন। বিশেষত গরুর মাংস তার সবচেয়ে প্রিয়। এক দশকের পুরনো সেই ভিডিও ঘিরে ফের জনরোষের মুখে অভিনেতা। 

কেউ লিখেছেন, 'উনি গরুর মাংস খান। আবার শিবের চরিত্রে 'ব্রহ্মাস্ত্র'তে অভিনয় করেছেন!' আবার কেউ লিখেছেন, 'ওঁর সব সিনেমাই বয়কট করা উচিত!' কেউ কেউ আবার রণবীরের সমর্থনে লিখেছেন, 'খাদ্যাভ্যাসের রুচির সঙ্গে অভিনয়ের কী সম্পর্ক? ওর যা ইচ্ছে, তাই খাওয়ার স্বাধীনতা রয়েছে।' 

নেটিজেনদের মধ্যে কেউ কেউ আলিয়ার সাম্প্রতিক সাক্ষাৎকারের বক্তব্য তুলে ধরেছেন। যেখানে অভিনেত্রীকে বলতে শোনা গেছে, তাদের অপছন্দ করলে, তাদের ছবি দেখাও উচিত না দর্শকদের। এর আগে ছবির এক দৃশ্যে মন্দিরে জুতো পরে রণবীরের প্রবেশ করার দৃশ্য নিয়ে সমালোচিত হয়েছিলেন। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে