বৃহস্পতিবার, ০১ সেপ্টেম্বর, ২০২২, ০৯:৫১:৫৭

টুটুল আর আমি একসঙ্গে থাকছি না: সোনিয়া

টুটুল আর আমি একসঙ্গে থাকছি না: সোনিয়া

বিনোদন ডেস্ক : অভিনেত্রী তানিয়া আহমেদের সঙ্গে দীর্ঘ ২৩ বছরের সংসার জীবনের ইতি টেনেছেন কণ্ঠশিল্পী এস আই টুটুল। গত বছরের শেষের দিকে আনুষ্ঠানিকভাবে এই তারকা দম্পতির বিবাহবিচ্ছেদ হয়। 

তানিয়া আহমেদের সঙ্গে ডির্ভোসের এক বছর না পেরুতেই চলতি বছরের ৪ জুলাই যুক্তরাষ্ট্রপ্রবাসী উপস্থাপক শারমিন সিরাজ সোনিয়াকে বিয়ে করেন এই গায়ক। এটি টুটুল- সোনিয়ার দ্বিতীয় বিয়ে। 

তবে তারা বিয়ে করলেও একসঙ্গে থাকতে পারছেন না। তাদের একসঙ্গে থাকতে না পারার কারণ যুক্তরাষ্ট্রের নিয়ম-কানুন। এ ব্যাপারে সোনিয়া জানিয়েছেন, আমরা রেজিস্ট্রি করে বিয়ে করিনি। 

বাসায় হুজুর ডেকে বিয়ে করেছি। আমেরিকাতে রেজিস্ট্রি করে বিয়ে করতে হলে অনেক নিয়ম-কানুন মানতে হয়। টুটুলের আগের স্ত্রীর সাথে নাকি ডিভোর্স সংক্রান্ত ঝামেলা আছে। এছাড়া আরও কিছু জটিলতা থাকায় টুটুল রেজিস্ট্রি করেনি। ফলে টুটুল আর আমি একসঙ্গে থাকছি না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে