বিনোদন ডেস্ক: অনেক আশা করে বলিউডে পা রেখেছিলেন দক্ষিণের সুপারস্টার বিজয় দেবরকোন্ডা। তবে লাইগার ছবি মুক্তি পাওয়ার প্রথম সপ্তাহেই ভরাডুবি। ফিল্ম সমালোচকারও এই ছবিকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। তা হঠাৎ এমনটা ঘটার কারণ? সত্যি কি খারাপ ছবি লাইগার?
এই উত্তর খুঁজতেই সম্প্রতি নিজেই এক সিনেমাহলে পৌঁছে গিয়েছিলেন ছবির নায়ক বিজয়। দর্শকদের মধ্যে বসেই দেখলেন ‘লাইগার’। আর দেখার পর একেবারেই হতাশ দক্ষিণের এই সুপারস্টার। ‘লাইগার’ কেন দর্শকদের পছন্দ হচ্ছে না, সেটা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন বিজয়। সেটা জানার জন্যই সিনেমাহলে ছবিটা দেখতে পৌঁছেছিলেন তিনি।
সূত্রের খবর অনুযায়ী, নিজের সিনেমার এই অবস্থা দেখে কেঁদে ভাসিয়েছেন বিজয় দেবরকোন্ডা। সঙ্গে হতাশ হয়ে বাড়ি ফিরেছেন। বিজয়ের ঘনিষ্ঠমহলের থেকে পাওয়া খবর অনুযায়ী, বিজয় নাকি স্পষ্ট জানিয়েছে, ছবিটা যে শেষমেশ এরকম হবে, তা আগে বুঝতে পারেননি। এমনকী, তিনি জানিয়েছেন আগে জানলে লাইগার ছবি সই করতেন না।
বলিউডে এমনিতে ভরাডুবি চলছে। একের পর এক ছবি ডাহা ফ্লপ। ‘বচ্চন পাণ্ডে’, ‘পৃথ্বীরাজ’, ‘লাল সিং চাড্ডা’, ‘রক্ষাবন্ধন’। তার উপর বলিউড ছবি বয়কটের ডাক। এরই মাঝে অনেকে মনে করেছিলেন দক্ষিণী সুপারস্টার বিজয়ের ম্যাজিক হয়তো বক্স অফিসে সুদিন ফেরাবে। কিন্তু শেষমেশ তাও হল না।