বিনোদন ডেস্ক: গণেশ বন্দনায় মেতেছে ভারতের বাণিজ্যনগরী মুম্বাই। প্রতি বছরই গণপতির আরাধনায় ঝলমল করে ওঠে মুম্বাই। দৈনন্দিন ব্যস্ততাকে দূরে সরিয়ে বছরের এই দিনটিতে আনন্দের জোয়ারে গা ভাসান বলিউডের তারকারাও। অন্য বছরগুলোর মতো এবারও উৎসবে শামিল হলেন সালমান খান।
পরনে সাদা রঙের জামা ও ডেনিম। গণেশ পুজায় এই সাজেই বোন অর্পিতার বাড়িতে গিয়ে আনন্দে মাততে দেখা গেল ভাইজানকে। বোনের বাড়িতে গণেশ পুজায় ফুরফুরে মেজাজে আরতিও করলেন সালমান। প্রতি বছরই নিজের বাড়িতে ঘটা করে গণেশ পুজোর আয়োজন করেন সালমানের বোন।
সেখানে হাজির হয় গোটা খান পরিবার। রীতিমতো হইহই করে কাটে পুজার দিন। এ বারও তার ব্যতিক্রম হল না। ইনস্টাগ্রামে গণেশ আরাধনার ভিডিও তুলে ধরেছেন সাল্লুভাই। বুধবার অর্পিতার বাড়িতে সালমানের পাশাপাশি গিয়েছিলেন তার দুই ভাই সোহেল ও আরবাজ।
এ ছাড়াও হাজির ছিলেন বলিউডের দুই তারকা দম্পতি। যাদের মধ্যে বিশেষ ভাবে নজর কেড়েছেন ভিকি-ক্যাটরিনা। বিয়ের পর ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের এটাই প্রথম গণপতি দর্শন। তাও আবার সালমানের বোনের বাড়িতে। যা ঘিরে সিনে দুনিয়ায় জোর চর্চা শুরু হয়েছে।
অর্পিতার বাড়ির গণেশ পুজোয় দেখা গিয়েছে আরও এক বলি-দম্পতিকে। তারা হলেন, রীতেশ দেশমুখ ও জেনেলিয়া ডিসুজা। শুধু সালমান খানই নন, বলিউডের আরও অনেক তারকাই গণেশ পুজোয় মেতেছেন। সব মিলিয়ে বিয়ের পর সালমানের বোনের বাড়ির গণেশ পুজায় ভিকি-ক্যাটের উপস্থিতি আলাদা মাত্রা যোগ করেছে।