শুক্রবার, ০২ সেপ্টেম্বর, ২০২২, ০৫:৪৫:৩৪

দেখতে হুবহু ঐশ্বরিয়া রাই, সোশ্যাল মিডিয়ায় ঝড়

দেখতে হুবহু ঐশ্বরিয়া রাই, সোশ্যাল মিডিয়ায় ঝড়

বিনোদন ডেস্ক: না, ইনি ঐশ্বরিয়া রাই বচ্চন নন, কিন্তু ইনি ঝড় তুলেছেন সোশ্যাল মিডিয়ায়। ইনস্টা রিলের দৌলতে তিনিই এখন নয়া সেনসেশন। ঐশ্বরিয়ার একাধিক ছবির সংলাপে লিপ সিঙ্ক করে তৈরি করেছেন একাধিক রিল। তারমধ্যে একটি রিল দেখেছেন প্রায় ২৫ মিলিয়ন। 

ঐশ্বরিয়ার এই হুবহুকে দেখেই তাজ্জব নেটপাড়া। বিশ্বসুন্দরীর থেকে কোনও অংশে কম যান না তিনি। ইনি ঐশ্বর্য নন, ইনি হলেন আসিতা সিং রাঠোর। আসিতা পেশায় একজন ইউটিউবার। চোখের তারার রংও কৃত্রিম লেন্স পরে ঐশ্বর্যার মতো করে ফেলেছেন আসিতা।

তার বিভিন্ন ছবি, রিল এবং ভিডিয়ো ঘুরিয়ে ফিরিয়ে দেখে হতবাক ঐশ্বরিয়া-অনুরাগীরা। ভাবছেন এত মিল কী ভাবে সম্ভব! এমনকি এই প্রশ্নও পেয়েছেন আশিতা, যেখানে মন্তব্য করেছেন কেউ ‘এ বার যদি সালমান খান আপনাকে প্রস্তাব দেন? কী করবেন?’ 

দেখা যায়, ঐশ্বরিয়া অভিনীত ছবি থেকে নাচ-গান, সংলাপ সবই নকল করছেন আশিতা। তার মধ্যে জ্যান্ত হয়ে উঠছেন তরুণী তন্বী ঐশ্বরিয়া। যদিও আশিতার হঠাৎ ভাইরাল হয়ে ওঠা নিয়ে কোনও মন্তব্য করেননি ঐশ্বরিয়া। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে