স্পোর্টস ডেস্ক: বিশ্বের বিভিন্ন জায়গা থেকে সিনেমায় নাম নথিভুক্ত করেছেন বহু তারকারাই। জীবনে কঠোর পরিশ্রম করে তবেই তারা জীবনে সাফল্য লাভ করতে পেরেছেন। এমন অনেক তারকারা আছেন তাদের আসল নাম অন্য। পর্দায় অন্য নামে অভিনয় করছেন।
জেনে নিন ভারতের বলিউড তারকাদের মধ্যে কারা রয়েছে। বর্তমানে নতুন নামেই চেনেন সকলে। সেই সাথে জেনে নিন, বলিউড তারকাদের আসল নাম ও নাম পরিবর্তনের কারণ।
ক্যাটরিনা কাইফ: বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে সকলে চেনেন। অভিনেত্রী ক্যাটের আগের নাম ছিল ক্যাটরিনা টারকোটে। কেরিয়ারের পা রাখার আগে তার নাম পরিবর্তন করে ক্যাটরিনা কাইফ করেন।
মল্লিকা শেরাওয়াত: মল্লিকা জানিয়েছিলেন তার পিতা মুকেশ লাম্বা তাকে অস্বীকার করেছিলেন। কারণ বলিউডে কেরিয়ার গড়ার জন্য তিনি তার শ্বশুর বাড়ি ছেড়ে চলে এসেছিলেন। তাই তার পিতা তাকে উপাধি ব্যবহার করতে বারণ করেছিলেন। তাই বাধ্য হয়েও তিনি তার নাম পরিবর্তন করেছিলেন। তার আসল নাম রীমা লাম্বা। নাম পরিবর্তন করে হয়েছেন মল্লিকা শেরওয়াত।
ভূমিকা চাওলা: বলিউড সিনেমাতে তেরে নাম সিনেমায় সালমান খানের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। তিনি অভিনেত্রী ছাড়াও ছিলেন একজন মডেল। তার আসল নাম রনা চাওলা। তিনি তেলেগু সিনেমায় প্রথম অভিনয় করেছিলেন। তিনি তার নাম পরিবর্তন করে রেখেছিলেন ভূমিকা চাওলা। খ্যাতি অর্জন করার জন্য এমন সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেত্রী।
টাবু: ধনী পরিবার থেকে উঠে এসেছেন বলিউড অভিনেত্রী টাবু। তিনি বিজ্ঞাপন চলচ্চিত্র থেকে সিনেমা সবাই করেছেন। তার আসল নাম তাবাসসুম ফাতিমা হাশমি। তিনি দুইটি জাতীয় পুরস্কার হয়েছিলেন। তারপর তার নামটি ছোট করে ফেলেছিলেন। তার পরিবর্তন করে রেখেছিলেন টাবু।
মন্দাকিনী: বলিউডের সুন্দরী অভিনেত্রীদের মধ্যে তিনি একজন। রাজকাপুরের সঙ্গে তিনি অনেক সিনেমায় অভিনয় করেছিলেন। তিনি তাকে প্রথম তার নাম পরিবর্তনের জন্য বলেছিলেন। তার আসল ইয়াসমিন জোসেফ। পরে নাম পরিবর্তন করে রেখেছিলেন মন্দাকিনী।
শ্রীদেবী: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবী। তার পুরো নাম শ্রী আম্মা ইয়াঙ্গের আয়াপম। এমন বড় নাম সিনে দুনিয়া বেমানান। সে কারণে নাম পরিবর্তন করেছিলেন শ্রীদেবী। দক্ষিণে সিনেমায় ক্যারিয়ার শুরু করলেও বলিউডে তার জনপ্রিয় অনন্য উচ্চতায় পৌঁছায়।
মহিমা চৌধুরী: বলিউড সিনেমা দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন মহিমা। পরদেশ সিনেমায় শাহরুখ খানের বিপরীতে দেখা গিয়েছিল তাকে। তার আসল নাম রিতু চৌধুরী। নাম পরিবর্তন করে রেখেছিলেন মহিমা চৌধুরী।
রেখা: তামিল অভিনেতা জেমিনি গণেশন এবং অভিনেত্রী পুষ্পাবলীর কন্যা ভানুরেখা গণেশন, এটি রেখার আসল নাম। কেরিয়ারের পা রাখার পর তিনি তার নাম পরিবর্তন করে রেখেছিলেন রেখা।
রীনা রায়: তার মায়ের বিবাহ বিচ্ছেদের পর তিনি তার চার সন্তানের নাম পরিবর্তন করেছিলেন। যেখানে রীনা রায়ের আগের নাম ছিল সায়রা আলী। তার প্রথম চলচ্চিত্র জুরুরত।
মান্যতা দত্ত: বলিউড অভিনেত্রী মান্যতা দত্ত খুব জনপ্রিয়। তার আসল নাম দিওনওয়াজ শেখন। গঙ্গাজল সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। সেখানে পরিচালক তার নাম দিয়েছিলেন মান্যতা। পরিচালক আসনে ছিলেন প্রকাশ্য ঝা। তিনি পরে অভিনেতা সঞ্জয় দত্তকে বিয়ে করেন এবং মান্যতা নামটি বহন করেছেন।