শনিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২২, ০৫:২৯:০৫

মানুষের জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য বাঁচুন: প্রভা

মানুষের জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য বাঁচুন: প্রভা

বিনোদন ডেস্ক: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। প্রায়ই ছবি শেয়ার করেন, মনের অনুভূতি ফুটিয়ে তোলেন স্ট্যাটাসে। কখনো আবার অনুসারীদের পরামর্শ দেন। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছিন তিনি।

পোস্টের ক্যাপশনে প্রভা লেখেন, ‘আপনি যতই সরল পথে চলুন, তারপরও কিছু মানুষ আপনার বাঁকা ছায়া নিয়েও সমালোচনা করবে! তাই আল্লাহর সন্তুষ্টির জন্য বাঁচুন, মানুষের জন্য না।’ জনপ্রিয় এই অভিনেত্রীর সেই পোস্টের সঙ্গে ভালোবাসার একটি ইমোজিও জুড়ে দেন। 

পোস্টে কমেন্ট করে অনেকেই তার সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। রাজ কামাল নামে একজন লেখেন, ‘সময়ের পথ ধরে জীবন সতত বহমান। কুপমুন্ডক কিছু মানুষ চায় সময়কে বেঁধে রাখতে। উপেক্ষাই হলো তাদের জন্য শাস্তি। আর সৃষ্টিকর্তার সন্তষ্টিই হোক আমাদের পাথেয়। অনেক শুভকামনা ও শুভাশিষ।’

আসিফ আহমেদ চৌধুরী হিমেল নামে আরেকজন লেখেন, ‘অনেক মেয়ে মানুষের জন্য আপনি একটি অনুপ্রেরণার নাম। হারিয়ে যাওয়া কোনো সমাধান নয়। সুন্দর হয়ে বেঁচে থাকাই জীবন।’ এখন প্রভাকে খুব কম নাটকেই কাজ করতে দেখা যায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে