রবিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২২, ১২:৩২:৪৯

লাল সিংহ চাড্ডা ব্যর্থ হওয়ায় আমির খানের বড় সিদ্ধান্ত

লাল সিংহ চাড্ডা ব্যর্থ হওয়ায় আমির খানের বড় সিদ্ধান্ত

বিনোদন ডেস্ক: মুক্তির পর থেকেই চর্চার কেন্দ্রবিন্দুতে ‘লাল সিংহ চাড্ডা’। বক্স অফিসে আশানুরূপ ফল করতে পারেনি নায়কের নতুন ছবি। তাই এই ছবির জন্য কোনও পারিশ্রমিক না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আমির।

ছবি তৈরির জন্য খরচ হয়েছিল প্রায় ১৮০ কোটি টাকা। কিন্তু বক্স অফিসে সেই অনুপাতে ব্যবসা করতে পারেনি ছবি৷ এসেছে মাত্র ৬০ কোটি টাকা। সেই কারণে লাল সিংহ চাড্ডা ব্যর্থ হওয়ায় আমির খানের বড় সিদ্ধান্ত।

এই পরিস্থিতিতে যদি আমির নিজের পারিশ্রমিক নিতেন, তা হলে প্রযোজকের প্রায় ১০০ কোটি টাকা ক্ষতি হত। সেই ক্ষতি পূরণ করতেই এমন সিদ্ধান্ত নায়কের। ফলে অপেক্ষাকৃত কম লোকসান হবে প্রযোজকের। ঘনিষ্ঠ সূত্রে খবর এমনটাই।

চার বছর ধরে এই ছবি বানিয়েছেন আমির। কিন্তু এই ছবি থেকে কানাকড়িও লাভ করেননি নায়ক। প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছে ১০০ কোটি টাকা লোকসানের ঊর্ধ্বে আমিরের এই পরিশ্রম।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে