বিনোদন ডেস্ক: একের পর এক ছবি ফ্লপ হচ্ছে অক্ষয় কুমারের। যে অক্ষয়কে একদা বলা হত হিট মেশিন, তারই কিনা এ হেন অবস্থা। জ্যোতিষী জানিয়েছিলেন তার নাকি চলছে গ্রহের দোষ। তবে অক্ষয় এবার দুষলেন অন্য একজনকে।
প্রকাশ্যেই বললেন বারেবারে তার অর্থ ও সিনেমা দিকে নজর দেওয়াতেই নাকি এই বছর এখনও পর্যন্ত একটিও সিনেমা চলেনি তার। কে সেই ব্যক্তি যার উপর অক্ষয় উগরে দিলেন ‘ক্ষোভ’? একের পর এক সিনেমা ফ্লপ হওয়ার জন্য যাকে দুষলেন অক্ষয় কুমার!
উত্তর কপিল শর্মা! হ্যাঁ ঠিকই শুনেছেন। কপিল শর্মার কমেডি শো’য়ের নতুন সিজন শুরু হয়েছে। ওই সিজনেই অতিথি হয়ে এসেছিলেন অক্ষয় কুমার। সঙ্গে ছিল ওটিটি প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত তার নতুন ছবি ‘কাঠপুতলি’র নায়িকা রাকুল প্রীত সিং। সেখানেই অক্ষয়কে দেখে কপিল বলেন, “আপনি প্রতি বছর জন্মদিনে কী করে আরও ছোট দেখতে লাগেন”?
এরপরেই কপিলকে উদ্দেশ্য করে অক্ষয়কে বলতে শোনা যায়, “এই লোকটা আমার সব কিছুতে নজর দেয়। আমার ছবি, আমার পয়সা– সব সময় সবেতে নজর দেয়।” এর আগেও কপিলের শো’তে এসেছেন অক্ষয়। সেখানেই বারেবারে অক্ষয়ের বিপুল অর্থের প্রসঙ্গ টেনে এনেছেন কপিল।
মজা করে এও বলেছেন, মুম্বাইয়ে যে কোনও আবাসনে ফ্ল্যাট কিনতে গেলেই নাকি শুনতে হয়, এই আবাসনে অক্ষয় কুমারের ফ্ল্যাট রয়েছে। এবারেও অক্ষয় ছবির প্রচারে আসতেই অক্ষয়ের লুক নিয়ে এ হেন প্রশ্ন করতেই নিতান্তই মজার ছলেই অমনটা বলেন অক্ষয়। কপিলও হাসিতে ফেটে পড়েন।