রবিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২২, ০৫:১০:৩৮

বলিউডের হাল ফিরিয়ে বক্স অফিসে রেকর্ড গড়বে 'ব্রহ্মাস্ত্র'

বলিউডের হাল ফিরিয়ে বক্স অফিসে রেকর্ড গড়বে 'ব্রহ্মাস্ত্র'

বিনোদন ডেস্ক: বলিউডের হাল ফিরিয়ে বক্স অফিসে রেকর্ড গড়বে 'ব্রহ্মাস্ত্র'! এমন আশায় বুক বাঁধছেন করণ জোহর, অয়ন মুখার্জিরা। চলতি সপ্তাহেই মুক্তি পাবে আলিয়া-রণবীর জুটির প্রথম সিনেমা। দীর্ঘ ৪ বছরের পরিশ্রমের ফসল দেখা যাবে বড়পর্দায়। 

যা ঘিরে উত্তেজিত করণ, অয়ন, রণবীর, আলিয়া সকলেই। যদিও সিনেমার গানের শব্দ, রণবীর, আলিয়ার বেফাঁ'স মন্তব্য এবং টিজারের কয়েকটি ঝলক দেখে বয়কটের ডাক দিয়েছেন একাংশের নেটিজেনরা। কিন্তু তা সত্ত্বেও 'ব্রহ্মাস্ত্র'র আগাম টিকিট বুকিংয়ের হার নতুন করে রেকর্ড তৈরি করছে। তা ঘিরেই আশাবাদী নির্মাতারা।  

শনিবার থেকে শুরু হয়েছে আগাম বুকিংয়ের প্রসেস। তথ্য বলছে, ২৪ ঘণ্টার মধ্যেই জাতীয় স্তরের তিনটি মাল্টিপ্লেক্স চেইন পিভিআর, আইনক্স, সিনেপলিসে ২৭ হাজারেরও বেশি টিকিট বিক্রি হয়ে গিয়েছে। বিশেষত আইম্যাক্সে এই ছবি দেখার প্রবণতাও বাড়ছে দর্শকের মধ্যে। 

উল্লেখ্য, শনিবার থেকে শুধুমাত্র থ্রিডি ভার্সনের আগাম বুকিং শুরু হয়েছে। তাতেই দুর্দান্ত সাড়া পাওয়া গিয়েছে। ছবি মুক্তির আগেই শুরু হবে টুডি'র বুকিং। তাতে আয় আরও বাড়বে বলেই আশা করা যাচ্ছে। চলচ্চিত্র বিশেষজ্ঞদের মতে, প্রথম দিনে কমপক্ষে ১৮-২২ কোটির ব্যবসা করবে 'ব্রহ্মাস্ত্র'। সপ্তাহান্তে আয় আরও বাড়বে। 

উল্লেখ্য, ছবিটি তৈরি করতে ৪১০ কোটি টাকা খরচ করেছে ধর্মা প্রোডাকশন। এখনও পর্যন্ত এটিই বলিউডের প্রথম সিনেমা, যা বানাতেই ৪০০ কোটির বেশি খরচ হয়েছে। এই পরিমাণ অর্থ বক্স অফিসে আয় হবে কি না, তা নিয়েই উদ্বেগে ছিলেন করণ, অয়নরা। 

বয়কট ট্রেন্ডের কারণে বক্স অফিসে ধরাশায়ী হয়েছে বহু হিন্দি ছবি। এই সময়ে দাঁড়িয়ে 'ব্রহ্মাস্ত্র' আশার আলো দেখাবে কি না, তার দিকেই মুখিয়ে গোটা বলিউড। ছবিটির প্রযোজক করণ জোহর ও পরিচালনা করেছেন অয়ন মুখার্জী। সিনেমায় রণবীর-আলিয়া ছাড়াও নাগার্জুনকে দেখা যাবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে