সোমবার, ০৫ সেপ্টেম্বর, ২০২২, ০২:৩০:১৬

আমরা এখন আর সেই যুগে বাস করি না: এনটিআর

আমরা এখন আর সেই যুগে বাস করি না: এনটিআর

বিনোদন ডেস্ক: বড় বড় বলিউড প্রকল্পের ভরাডুবির মাঝে মুক্তি পাবে ‘ব্রহ্মাস্ত্র’। প্রচার অনুষ্ঠানে উপস্থিত হয়ে অভয় দিতে চাইলেন দক্ষিনে মহাতারকা জুনিয়র এনটিআর। ভাল ছবি বানানোর পরামর্শ দিলেন নির্মাতাদের। তার বক্তব্য, বিভাজন ভুলে সব সিনেমাকে ভারতীয় সিনেমা হিসাবে দেখা উচিত।

সম্প্রতি ‘ব্রহ্মাস্ত্র’-এর প্রচার অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন নন্দমুরি তারক রামা রাও (জুনিয়র এনটিআর)। সেখানে তিনি বলেন, “আমরা আমাদের ক্ষুদ্র উদ্যোগে চলচ্চিত্র নিয়ে দেশের প্রতিটি কোণে পৌঁছানোর চেষ্টা করছি। যেমন এসএস রাজামৌলি স্যর বলেছিলেন, এটি ভারতীয় সিনেমা।” 

জুনিয়র এনটিআর বলেন, “একে আর কিছু বলার দরকার কী? আমরা আর এখন আর সেই যুগে বাস করি না। আমরা গর্বিত ভাবে কেবল ভারতীয় সিনেমার অংশ। প্রতিটি ছবি এখন ভারতীয় সিনেমা বলে পরিচিত হোক।”

নির্মাতা ও প্রযোজক বন্ধুদের প্রতি নন্দমুরি তারক রামা রাওয়ের পরামর্শ, ‘‘আগে যা হয়েছে হয়েছে। এ বার ভাল ছবি বানানো হোক। আমরা এখন যা দিচ্ছি, তার চেয়ে আরও ভাল কিছু চায় দর্শক। ব্যক্তিগত ভাবে আমি বিশ্বাস করি যে, আমরা যখন চাপের মধ্যে থাকি তখন আরও ভাল কাজ করি। তাই চাপ ভাল।’’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে