বুধবার, ০৭ সেপ্টেম্বর, ২০২২, ১০:৫৪:৫৭

আমার ফেসবুক ওয়ালে যা ইচ্ছা করব: শ্রীলেখা

আমার ফেসবুক ওয়ালে যা ইচ্ছা করব: শ্রীলেখা

বিনোদন ডেস্ক: ভারতের আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে বিভিন্ন কারণে প্রায়ই খবরের শিরোনাম হন টালিউডের এই তারকা। তবে তিনি আর বিতর্কে জড়াতে চান না। সব ছেড়ে বনবাসে যাওয়ার কথা ভাবছেন।

শ্রীলেখা বলেন, জীবনে আর বিতর্ক চাই না। যথেষ্ট বয়স হয়েছে। ভেবেছি, এবার বনবাসে যাব। তিনি আরও বলেন, যতদিন আছি, ততদিন কী পোস্ট করলাম, কী জামা-কাপড় পরলাম, কী খেলাম, কী পান করলাম, কার সঙ্গে ছবি দিলাম- সেটা আমার ব্যাপার। 

আমার ফেসবুক ওয়ালে যা ইচ্ছা করব। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে ভুলেও তা দেখবেন না। স্বামী-স্ত্রী নিয়ে সুখে-অসুখে থাকুন। আমাকে আমার মতো থাকতে দিন। অভিনেত্রীর ভাষ্য, জীবন একটাই, তা আনন্দে কাটান। আমাকে ক্ষ্যামা দিন। ওম শান্তি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে