শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২, ১১:৪৯:৪২

এবার নতুন খবর দিলেন জয়া আহসান

এবার নতুন খবর দিলেন জয়া আহসান

বিনোদন ডেস্ক: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিয়মিত ছবি পোস্ট করে সরব থেকে জানান দেন তিনি। এবার সিনেমার নতুন খবর দিলেন তিনি। জনপ্রিয় নির্মাতা পিপলু খানের নতুন আরেকটি সিনেমাটিতে আসছেন তিনি। সিনেমাটির নাম ‘জয়া ও শারমিন’।

ক'রোনা'র সময় মাত্র ১০ জন শিল্পী আর কলাকুশলী নিয়ে স্বাস্থ্যবিধি মেনে ১৫ দিনে হয়েছে এই সিনেমার শুটিং। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) জয়া আহসান তার ফেসবুকে ছবির পোস্টার শেয়ার করেছেন।

ক্যাপশনে তিনি লেখেন, “অবশেষে ‘জয়া আর শারমিন’। দুজন নারীর অচেনা ভুবনের ছবি। আমাদের অন্তর্জগতের ঘাত-প্রতিঘাত আর অনুক্ত-অব্যক্ত অনুভূতির ডকুমেন্টেশন। একটা অদ্ভুত সময়ে, অসাধারণ অভিজ্ঞতায় ছোট্ট একটা ছবি। আশা আছে এটি আপনাদের অনুভূতিকে নাড়া দেবে।”

তিনি আরও লেখেন, ‘আমি জয়া চরিত্রে আর থিয়েটারের শিল্পী মহসিনা অভিনয় করেছেন শারমিন চরিত্রে। ওর জন্য আমার শুভকামনা। আমাদের এই যাত্রায় আপনাদের সবাইকে শুভেচ্ছা।’

সিনেমাটির প্রযোজক হিসেবে আছেন পিপলু আর খান, জয়া আহসান ও আবু শাহেদ ইমন। এর কাহিনী লিখেছেন পিপলু আর খান ও নুসরাত ইসলাম মাটি। পরিচালক সূত্রে জানা যায়, আগামী বছরের জানুয়ারিতে সিনেমাটি মুক্তি দেওয়ার সম্ভাবনা আছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে