শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২, ০৩:২০:২৮

অঙ্কুশ কিভাবে প্রযোজক হতে পেরেছে? নেপথ্যের কারণ জানালেন ঐন্দ্রিলা

অঙ্কুশ কিভাবে প্রযোজক হতে পেরেছে? নেপথ্যের কারণ জানালেন ঐন্দ্রিলা

বিনোদন ডেস্ক: টলিপাড়ায় এখন একাধিক প্রযোজক। একটা সময় ছিল হাতে গোনা মাত্র কয়েকটি প্রযোজনা সংস্থারই ছিল রমরমা। যত দিন গড়াচ্ছে পরিধি বড় হচ্ছে। প্রসেনজিৎ, জিৎ, দেব, সোহমের পর এ বার ছবি প্রযোজকের তালিকায় নাম লিখিয়েছেন অঙ্কুশও। 

তার নতুন প্রযোজনা সংস্থা ‘অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স’। ১৫ আগস্ট প্রযোজক হিসাবে নিজের নতুন যাত্রার কথা ঘোষণা করেন অভিনেতা। অনেকে বলেন, কোনও সফল ব্যক্তির পিছনে থাকে কোনও না কোনও নারী। তা হলে অঙ্কুশের এই নতুন যাত্রার নেপথ্যে কি রয়েছেন প্রেমিকা ঐন্দ্রিলা সেন? ৮ সেপ্টেম্বর প্রকাশ্যে এসেছে অভিনেতার নতুন ছবি ‘মির্জা’র প্রথম ঝলক।

সেই অনুষ্ঠানেই মিডিয়ার মুখোমুখি ঐন্দ্রিলা। নায়িকা বলেন, “আসলে আমি শপিং করা কমিয়ে দিয়েছি না, তাই তো অঙ্কুশ প্রযোজক হতে পেরেছে। অনেক দিন ধরেই ইচ্ছা ছিল, কিন্তু সঠিক সময়ের অপেক্ষায় ছিল অঙ্কুশ। অবশ্যই পিছন থেকে একটু ঠেলা দিতে হয়েছে। তবে সে সব সময় বলেছিল যেটাই করবে, তা বড় আকারে করবে। আমি খুশ এত দিনে ওর স্বপ্ন সত্যি হতে চলেছে।”

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে