বিনোদন ডেস্ক: “নাহ আমি অপেক্ষা করতে পারিনি। বউ যখন এত সুন্দরী তখন কীভাবে অপেক্ষা করা যায়? বউ সুন্দরী হলে ধৈর্য্য ধরা যায় না।” পরপর দুই সন্তানের বাবা হতে চলা প্রসঙ্গে এমনই মন্তব্য করেছেন অভিনেতা গুরমীত চৌধুরী।
সে তো না হয় হল, কিন্তু গুরমীতের এ কেমন কথা! এটাই ভাবছেন তো? আসলে দ্বিতীয় সন্তানের বাবা হওয়া নিয়ে সম্প্রতি তীব্র ট্রোলের মুখে পড়েন অভিনেতা। আর সেই ট্রোলারদের জবাব দিতেই এমন মন্তব্য করেন গুরমীত।
গত এপ্রিলেই প্রথম সন্তানের মা-বাবা হয়েছেন দেবিনা-গুরমীত। আর সন্তান জন্মের ৪ মাসের মাথায় ফের বাবা-মা হওয়ার কথা জানান তারকা দম্পতি। এত অল্প সময়ের ব্যবধানে তাদের দ্বিতীয়বার বাবা-মা হতে চলাই সোশ্যাল মিডিয়ার আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়ায়।
প্রায়দিনই নেট নাগরিকদের নানান কথা কটু শুনতে হচ্ছে তাদের। আর এই আক্রমণ বেশিরভাগই গুরমীতকে উদ্দেশ্য করেই করা হচ্ছে। সম্প্রতি ট্রোলারদের কিছু মন্তব্য শেয়ার করেন অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায়।
যেখানে দেখা যায়, কেউ লিখেছেন, 'গুরমীত সে ইন্তেজার ভি নেহি হুয়া ', 'দেবিনার শরীর কথা মাথায় রাখা উচ্ছিত ছিল'। 'গুরুমীত ভীষণই অবিবেচকের মতো কাজ করেছেন'। কেউ আবার মজা করে লেখেন, 'এত সুন্দরী বউ থাকলে কীভাবে অপেক্ষা করা যায়।' ট্রোলারদের জবাব দিতেই এমন মন্তব্য করেন গুরমীত।