শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২, ০৫:৫৯:১১

বলিউডে আরও বড় চমক! রণবীরের মায়ের চরিত্রে দীপিকা!

বলিউডে আরও বড় চমক! রণবীরের মায়ের চরিত্রে দীপিকা!

বিনোদন ডেস্ক: বয়কট বিতর্ক পেরিয়ে কি শেষমেশ বক্স অফিসের হাল ফেরাবে রণবীর ও আলিয়ার ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান শিবা’? খবর অনুযায়ী, ইতিমধ্যেই বক্স অফিসে ৩৭ কোটির ব্যবসা করে ফেলেছে এই ছবি। শুধু তাই নয়, রিপোর্টের দাবি, গোটা বিশ্বে একদিনেই ব্যবসা করেছে ৭৫ কোটি টাকার।

গ্রাফিক্সের কারসাজি, রণবীর, আলিয়ার পাশাপাশি ক্যামিও চরিত্রে বলিউডের তারকারা। সিনেমাটি দেখে শাহরুখের অনুরাগীরা তো হইচই শুরু করে দিয়েছে। ছবির পরতে পরতে রয়েছে একের পর এক চমক। বলিউড সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এই ছবির দ্বিতীয়ভাগ নাকি আরও বেশি চমকপ্রদ। 

খবর রটেছে, বলিউডে আরও বড় চমক আসছে, দ্বিতীয়ভাগে রণবীরের মায়ের চরিত্রে নাকি দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। যিনি ছবিতে জলদেবীর ভূমিকায় অভিনয় করেছেন। অন্যদিকে, আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে নাকি দেখা যেতে পারে রণবীর সিং বা হৃত্বিক রোশনকেও। তবে দীপিকা কনফার্ম হলেও, হৃত্বিক বা রণবীর কেউই এখনও সবুজ সংকেত দেননি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে