রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২, ১১:৩৫:১০

নিজের প্রথম বিয়ে ভাঙা নিয়ে মুখ খুললেন প্রসেনজিৎ

নিজের প্রথম বিয়ে ভাঙা নিয়ে মুখ খুললেন প্রসেনজিৎ

বিনোদন ডেস্ক : প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও দেবশ্রী রায় এক সময় বাংলা সিনেমার হিট জুটি। অনস্ক্রিন রোম্যান্স গড়ায় অফ স্ক্রিনে। বিবাহ বন্ধনে আবদ্ধ হন সেই সময়কার বাংলা সিনেমার দুই তারকাকে।

তারপর আর কখনও বিয়ে করেননি দেবশ্রী রায়। রাজনীতি, অভিনয় ও সমাজ সেবা নিয়ে রয়েছে অভিনেত্রী। তবে এত বছর পর নিজের প্রথম বিয়ে ভাঙা নিয়ে মুখ খুললেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তিন দশক ধরে বাংলা সিনেমায় একভাবে কাজ করে চলেছেন। তিনিই যে ইন্ডাস্ট্রি। যদি সে কথা নিজের মুখে মানতে নারাজ সুপারস্টার। 

একের পর এক হিট দিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বাংলা সিনেমাকে। তবে নিজের ব্যক্তিগত জীবন কখনই খুব বেশি কথা বলতে শোনা যায়নি অভিনেতাকে। 

অভিনেতা তিন বার বিবাহ বন্ধনে আবদ্ধ হন যার মধ্যেই প্রথম দুটি ব্যর্থ হয়। তৃতীয় বার তিনি বিয়ে করেন অভিনেত্রী অর্পিতা পালকে। বর্তমানে তাঁর সঙ্গে সুখীগৃহকোণ বুম্বাদার। তবে তাঁর তিনটি বিয়ের মধ্যে সব থেকে চর্চিত ছিল অভিনেত্রী দেবশ্রী রায় ও তাঁর বিয়ে।

খুব অল্প বয়সেই বিয়ে করেন প্রসনেজিৎ চট্টোপাধ্যায় ও দেবশ্রী রায়। তবে সেই সম্পর্কে খুব বেশি দিন টেকেননি। অল্প কয়েক মাসের মধ্যে পথ আলাদা হয় এই দুই তারকার। তারপর আর কখনও বিয়ে করেননি দেবশ্রী রায়। রাজনীতি, অভিনয় ও সমাজ সেবা নিয়ে রয়েছে অভিনেত্রী।

কিন্তু বুম্বাদার জীবনের গতি থামেনি তিনি এগিয়ে গিয়েছে। দেবশ্রীর পর অর্পণা গুহ ঠাকুরতাকে বিয়ে করেন অভিনেতা।তবে সেই সম্পর্কের কোনও এক অজ্ঞানকারণে ভেঙে যায়। তবে এত বছর পর নিজের প্রথম বিয়ে নিয়ে মুখ খুললেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

তিনি জানান, প্রথম বিয়ে ছোটবেলার সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর দেড় বছর বাড়ি থেকে বেড়তে পারেনি।তবে অভিনেতার ওই কঠিন সময়ে তাঁর কাছের মানুষ হিসেবে পাশে পেয়েছিলেন অভিজিৎ গুহকে সেকথা স্বীকার করলেন অভিনেতা।

সামনেই মুক্তি পাবে তাঁর ছবি কাছের মানুষ প্রচারে ব্যস্ত অভিনেতা একটি স্ট্যান্ড আপ কমেডি শো এর শেষ লগ্নে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, আমার তিনটে বিয়ের মধ্যে প্রথম বিয়ে ছোটবেলার সম্পর্ক ভেঙে যাওয়ার পর দেড় বছর বেড়তে পারেনি বাড়ি থেকে। কিন্তু তারপর যখন বেরলাম পর পর নটা ছবি সাইন করেছিলাম।

আসলে ৩০ সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে দেব ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত 'কাছের মানুষ' (Kacher Manush Movie) ছবিটি। সেই ছবির প্রচারের জন্য এক অভিনব আইডিয়া পেয়েছেন দেব। 

তিনি জানান এই ছবির প্রচারের জন্য বু্ম্বা দাকে দিয়ে স্ট্যান্ড আপ কমেডি করতে হবে। তবে এতেই থেমে না গিয়ে দেবে বুম্বাদা কে বলেন, আসলে ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলে লোক হাসাতে হবে। 

খনিকটা হতবাক হয়ে প্রসেনজিতের প্রশ্ন, 'আমার ব্যক্তিগত জীবনে কী আছে, যেটা জেনে লোক হাসবে!' আর ঠিক এরপরই দেব বলেন 'এই যে ৪ টি বিয়ে'। এরপরেই একটু ভেবে, কর গুনে প্রসেনজিৎ বলেন 'নাহ তিনটে'। সেই কারণে সম্প্রতি এমনই এক স্ট্যান্ড আপ শো করতে দেখা গেল অভিনেতাকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে