রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২, ০১:৪৯:৫১

সালমান খানের প্রথম প্রেমিকার এই তথ্যগুলো জানলে অবাক হবেন

সালমান খানের প্রথম প্রেমিকার এই তথ্যগুলো জানলে অবাক হবেন

বিনোদন ডেস্ক: বলিউডের দাবাং হিরো সালমান খানের জীবনে যে অনেক প্রেমিকা ছিল এই গল্প প্রায়ই শোনা যায়। যদিও তিনি এখনও অবিবাহিত আছেন কিন্তু তার প্রেমিকারা প্রায় সকলেই বিবাহিত। তার প্রেমিকাদের অনেক গল্প প্রচলিত হলেও অনেকেই তার প্রথম প্রেমিকা সম্পর্কে জানেন না। 

সালমান খানের প্রথম প্রেমিকার এই তথ্যগুলো জানলে অবাক হবেন। ভাইজানের প্রথম প্রেমিকা হচ্ছেন শাহীন বানু। মুম্বাই সেন্ট জেভিয়ার্স কলেজে স্নাতকের দ্বিতীয় বর্ষে পড়ার সময় মাত্র উনিশ বছর বয়সে তিনি শাহীন বানুর প্রেমে পড়েন। তাদের দুজনের মধ্যে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তারা প্রায়ই দেখা করতেন।

কিছুদিন পরেই তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। এর কারণ হিসেবে শোনা যায় যে তিনি সেই সময়ের বিখ্যাত মডেল এবং ১৯৮০ সালের মিস ইন্ডিয়া সংগীতা বিজলানির সাথে তার প্রথম পরিচয় হয়েছিল। তারপর থেকে তাদের মধ্যে ঘনিষ্ঠ বাড়তে থাকে এবং শাহিনের সাথে দূরত্ব বাড়াতে থাকে।

শাহীন হচ্ছে সেই সময়কার সুপারস্টার দিলীপ কুমার এবং সায়রা বানুর ভাইঝি। শুধু তাই নয় কিয়ারা আডবাণীর মা হচ্ছে তার বোন। সেই সময় শাহীনকে বেশ কিছু ছবিতে কাজ করতে দেখা যায়।

এমনকি তিনি গোবিন্দার সাথে একটা ছবিতে কাজ করেছেন। কিন্তু পরে অভিনয় জগতকে বিদায় জানিয়ে অভিনেতা সুমিত সেহগালকে বিয়ে করেন তিনি। তাদের কন্যা হচ্ছে সাইসা যিনি একজন দক্ষিনী অভিনেত্রী এবং দক্ষিণ অভিনেতা আর্যকে বিয়ে করেছেন। যদিও পরবর্তীকালে সুমিত সেহগাল এবং শাহিনের বিবাহ বিচ্ছেদ হয় এবং তিনি অভিনেত্রী ফারাহকে বিয়ে করেন।

১৯৮৭ সালে ইনসানিয়াত কে দুশমন ছবির মাধ্যমে সুমিত সেহগাল প্রথম বলিউডে আত্মপ্রকাশ করেন। যদিও তিনি ছবিটিতে একটা ছোট্ট চরিত্রে ছিলেন। তবুও তার চেহারা ও মুখের ভাব অনেকে পছন্দ করেছিলেন। ফলস্বরূপ এই ছবির পর তিনি অনেক ছবির প্রস্তাব পান।

৮০ এবং ৯০ দশকে ৩০ টির বেশি চলচ্চিত্রে তাকে দেখা যায়। তিনিও পরবর্তীকালে চলচ্চিত্র থেকে মুখ ফিরিয়ে নেন এবং কয়েক বছর পর ২০১০ সালে বলিউড হরর ফিল্ম রক প্রযোজনা করেছিলেন। কয়েক বছর আগেই তিনি সুমিত আর্ট নামে একটি কোম্পানি শুরু করেছেন। যেখানে ডাবিং এর কাজ করা হয়। তিনি এবং তার স্ত্রী ফারাহ দুজনেই এখন এই কোম্পানিটিকে পরিচালনা করছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে