বিনোদন ডেস্ক: শাহরুখ খানের সঙ্গে কে না কাজ করতে চান! বলিউড বাদশার সঙ্গে এক ফ্রেমে ধরা পড়তে সকলে প্রায় মুখিয়ে থাকেন। কিন্তু পাকিস্তানি তারকা আলি জাফর শাহরুখের সঙ্গে কাজ করার ঝুঁ’কি নিতে চান না।
এক সাক্ষাৎকারে তিনি সাফ বলেছেন, তার সঙ্গে কাজ করলে বিড়ম্বনায় পড়তে হতে পারে কিং খানকে। শাহরুখের সঙ্গে কাজ করার প্রসঙ্গে আলি বলেছেন, ‘‘শাহরুখের আমার সঙ্গে কাজ করা ঠিক হবে না। ওখানে এমনিতেই সমস্যা বেড়ে যায়।’’
এসআরকের সঙ্গে কাজ করা নিয়ে আলির এ হেন মন্তব্য তাৎপর্যপূর্ণ। ২০১৬ সালের সেপ্টেম্বরে উরিতে হা মলার পর বলিউডে পাক শিল্পীদের কাজ করা নিয়ে রীতিমতো নিষে ধা জ্ঞার জন্য সরব হয়েছিল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা।
পরে ২০১৯ সালে পুলওয়ামায় হা মলার পর পাক শিল্পীদের উপর নিষে ধা জ্ঞা জারি করে ‘দ্য অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’। এই আবহে বহু পাক শিল্পীই নিজেদের দেশে ফিরে গিয়েছেন।
এই ঘটনার প্রসঙ্গ টেনেই শাহরুখের সঙ্গে তার কাজ হলে সমস্যা বাড়তে পারে, এমন আশঙ্কার কথাই আলি বোঝাতে চেয়েছেন বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, ২০১৬ সালে শাহরুখ খানের সঙ্গে ‘ডিয়ার জিন্দেগি’ ছবিতে দেখা গিয়েছিল আলিকে। যদিও কিং খান ও আলিকে এক সঙ্গে কোনও দৃশ্যে দেখা যায়নি।
২০১০ সালে ‘তেরে বিন লাদেন’ ছবির হাত ধরে বলিউডে যাত্রা শুরু করেছিলেন আলি। এখনও পর্যন্ত মোট ৯টি ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে অভিনেত্রী শেহনাজ গিলের সঙ্গে কাজ করার ব্যাপারে ইচ্ছুক আলি জাফর বলেছেন, ‘‘শেহনাজ, তুমি যদি ইচ্ছুক হও, আমার একটা গানে তোমার সঙ্গে কাজ করব।’’