রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২, ০৬:৩০:১২

জনপ্রিয় অভিনেতার মৃত্যু, শোকস্তব্ধ ভারতীয় সিনে জগৎ

জনপ্রিয় অভিনেতার মৃত্যু, শোকস্তব্ধ ভারতীয় সিনে জগৎ

বিনোদন ডেস্ক: ফের শোকস্তব্ধ টিনসেল টাউন। প্রয়াত বাহুবলী প্রভাসের জ্যাঠা(বড় চাচা) স্বনামধন্য অভিনেতা ভেঙ্কট কৃষ্ণ রাজু। সকলের কাছে তিনি অবশ্য কৃষ্ণম রাজু নামেই বেশি জনপ্রিয়। ১১ সেপ্টেম্বর সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা। 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তার প্রয়াণে শোকস্তব্ধ ভারতীয় সিনে জগৎ। ফিল্মি কেরিয়ারে ১৮০ টির বেশি ছবিতে অভিনয় করেছেন প্রয়াত অভিনেতা কৃষ্ণম রাজু ২০-২৫টি সুপারহিট ছবি দক্ষিণী দর্শককে উপহার দিয়েছেন। চলতি বছরের গোড়াতে ভাইপো প্রভাসের সঙ্গেই শেষ ছবি রাধে-শ্যাম এ অভিনয় করতে দেখা গিয়েছিল।

পরিচালক মুর্তি প্রভাসকে উদ্দেশ্য করে লিখেছেন, "কৃষ্ণম রাজুর মতো অভিনেতার প্রয়াণের খবরে আমি সত্যিই হতবাক। তার পরিবারের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা জনাই। তার আত্মার শান্তি করি। তিনি চিরদিন আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন। "

প্রয়াত অভিনেতা কৃষ্ণম রাজু অভিনয়ের সঙ্গে রাজনীতিটাও করতেন। তিনি ছিলেন ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী। সেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কৃষ্ণম রাজুর মৃত্যু শোক প্রকাশ করেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে