সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২, ০৫:৩৩:৪৮

শাহরুখ ও আদিত‍্য মিলে আমার প্রেম জীবন নষ্ট করেছে: স্বরা ভাস্কর

শাহরুখ ও আদিত‍্য মিলে আমার প্রেম জীবন নষ্ট করেছে: স্বরা ভাস্কর

বিনোদন ডেস্ক: বেফাঁস মন্তব‍্যের জন‍্য বিশেষ নাম রয়েছে স্বরা ভাস্করের। অভিনয়ের থেকে বিতর্কের জন‍্য বেশি পরিচিতি রয়েছে তাঁর। রাজনৈতিক হোক বা অরাজনৈতিক সব বিষয়েই মতামত রাখা জরুরি স্বরার কাছে। 

এর জেরে বহু বিতর্কে জড়িয়েছেন তিনি, হয়েছেন ট্রোল। কিন্তু স্বরার স্বর রুদ্ধ করা মুমকিন হি নেহি, না মুমকিন হ‍্যায়! ৩৪ বছরে পা দিয়েছেন স্বরা। কিন্তু এখনো পর্যন্ত বিয়ের নাম গন্ধও করছেন না তিনি। এমনকি তার প্রেমজীবন সম্পর্কেও বিশেষ তথ‍্য পাওয়া যায় না। 

এবার স্বরা দাবি করেছেন, তার প্রেম জীবন নাকি শাহরুখ খানের জন‍্যই নষ্ট হয়ে গিয়েছে। কিং খানের জন‍্যই প্রেম করতে পারেননি তিনি। স্বরা বলেন, শাহরুখ খান এবং আদিত‍্য চোপড়া মিলে আমার প্রেম জীবন নষ্ট করে দিয়েছেন।’

আসলে সবটাই ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’র জন‍্য হয়েছে। স্বরা যখন অনেক ছোট তখন তিনি ওই ক্লাসিক ছবিটি দেখেছিলেন। তারপ‍র থেকে নিজের ‘রাজ’ এর তল্লাশে ছিলেন ব‍্যস্ত ‘সিমরন’ স্বরা। যদিও পরবর্তীকালে তার উপলব্ধি হয় যে, তার রাজ বাস্তব জীবনে নেই।

স্বরা আরো বলেন, তার দ্বারা প্রেম হয় না। সম্পর্ক রক্ষার ক্ষেত্রে তিনি মোটেই ভাল নন। তবে বন্ধু হিসাবে তিনি খুব ভাল। একাধিক পুরুষ বন্ধুও রয়েছে স্বরার। যদিও বিয়ের ব‍্যাপারে এখনি কোনো সিদ্ধান্ত নেননি বলেও জানান তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে