মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০:৪৪

সুখবর, মা হচ্ছেন নায়িকা মাহি

 সুখবর, মা হচ্ছেন নায়িকা মাহি

বিনোদন ডেস্ক : মা হতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। সুখবরটি নিজেই জানালেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

আজ সোমবার রাত ১০টার দিকে সুখবরটি জানিয়ে মাহি লিখেন, ‘আমি তো আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়গুলো পার করছি। দিন রাত কীভাবে চলে যাচ্ছে টেরই পাচ্ছি না। প্রচণ্ড আদর যত্নে দিনগুলো কেটে যাচ্ছে। কারণ আমি আল্লাহর অশেষ রহমতে মা হতে যাচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

২০২১ সালের ১৩ সেপ্টেম্বর রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ে করেন মাহিয়া মাহি। এটা মাহির দ্বিতীয় সংসার। এর আগে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহি।

আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়গুলো পার করছি। দিন রাত কীভাবে চলে যাচ্ছে টেরই পাচ্ছি না। প্রচণ্ড আদর যত্নে দিনগুলো কেটে যাচ্ছে। কারণ আমি আল্লাহর অশেষ রহমতে মা হতে যাচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।
 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে