বিনোদন ডেস্ক: ছবি মুক্তির তৃতীয় দিনের মাথায় ঝুলিতে ১০০ কোটি টাকা! বলিউডের খুব কম সংখ্যক ছবির লাভের অঙ্ক এক লাফে এমন সাফল্য পেয়েছে। অয়ন মুখার্জীর ‘ব্রহ্মাস্ত্র’ এ নিয়ে সাত নম্বর। রণবীর কাপূর এবং আলিয়া ভাট্ট অভিনীত ছবিটির বাজেট ছিল ৪০০ কোটি টাকারও বেশি।
অগ্রিম টিকিট বুকিংয়ের ফলে প্রথম দিনেই উঠে এসেছিল ৭৫ কোটি। বলিউডের মন্দার বাজারে বহু দিন পর এই ঘটনা রীতিমতো দৃষ্টান্ত বলে মনে করছেন সমালোচকরা। বয়কট প্রবণতাকে বুড়ো আঙুল দেখিয়ে দর্শক টানছে এই ছবি। তৃতীয় দিনের মধ্যেই ‘ব্রহ্মাস্ত্র’-র সংগ্রহে এলো ১০০ কোটির বেশি।
এর আগে বলিউডের কোন কোন ছবির বক্স অফিস সংগ্রহ তিন দিনে ১০০ কোটি ছুঁয়েছে? তিন দিনে ১০০ কোটির রেকর্ড গড়লো ব্রহ্মাস্ত্র, আগে কোনও সিনেমা এমন সাফল্য পেয়েছে কি? পরিসংখ্যান বলছে, শেষ বার এমনটা হয়েছিল ২০১৮ সালে। রণবীর কাপূর অভিনীত ‘সঞ্জু’-র তৃতীয় দিনের সংগ্রহে এসেছিল ১১৯.৩৫ কোটি টাকা।
সেই একই বছর, সালমান খান অভিনীত ‘রেস ৩’ -এর লাভের অঙ্ক ছিল ১০০.৭৫ কোটি। তার আগে ২০১৭ সালে ‘টাইগার জিন্দা হ্যায়’। সালমন খান-ক্যাটরিনা কইফের জুটি সে বছর বাজিমাত করেছিল। তৃতীয় দিনে এ ছবির বক্স অফিস সংগ্রহ ছিল ১১৫ কোটি টাকা।
২০১৬ সালে আমির খানের দঙ্গলও ১০০ কোটি পেরিয়েছিল। তৃতীয় দিনের বক্স অফিস বাজার ছুঁয়েছিল ১০৪.৬০ কোটি টাকা। একই বছরে সালমান অভিনীত ‘সুলতান’-এর সংগ্রহে এসেছিল ১০৫.৬০ কোটি। তার আগে প্রথম বার, ৩ দিনে ১০১.৫০ কোটি রেকর্ড গড়েছিল ‘বজরঙ্গী ভাইজান’।