বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২, ০৭:২৭:৪৪

যে কারণে 'দ্য কপিল শর্মা শো' ছাড়লেন চন্দন প্রভাকর

যে কারণে 'দ্য কপিল শর্মা শো' ছাড়লেন চন্দন প্রভাকর

বিনোদন ডেস্ক: নতুন সিজনের শুরুতে যে চন্দন প্রভাকরকে দেখা গিয়েছিল ‘দ্য কপিল শর্মা শো’-এর নতুন এপিসোডে, তাকে আর দেখা যাবে না আগামীতে। স্বেচ্ছায় শো ছেড়েছেন চন্দন। কি কারণে 'দ্য কপিল শর্মা শো' ছাড়লেন চন্দন? সেই ব্যাখ্যাও তিনি দিয়েছেন তিনি। 

চন্দন বলেছেন, “আমাকে ‘দ্য কপিল শর্মা শো’-এর প্রথম এপিসোডে দেখা গিয়েছিল ঠিকই, কিন্তু এর পর থেকে আর দেখা যাবে না। এই সিজ়নে আমি আর নেই। গত ৫ বছর ধরে ‘দ্য কপিল শর্মা শো’-এর অংশ ছিলাম আমি। কিন্তু এবার আমার ব্রেক নেওয়ার সময় এসে গিয়েছে।”

কপিলের দীর্ঘদিনের এই বন্ধু আরও বলেন, “আমার মনে হয়, একটি প্রজেক্টের লাগাতার অংশ থাকতে-থাকতে কোনও একটা সময় পর ব্রেক নেওয়া বাঞ্ছনীয়। তাই বিরতি নিলাম। অন্য কাজে মন দিতে চাই। একটি ওয়েব শোয়ে অভিনয় করার কথা আমার। পরিবারের সঙ্গে ভাল সময় কাটাতে চাই।”

প্রথম এপিসোডে এসেও ব্রেক নেওয়ার এই সিদ্ধান্ত কেন নিলেন চন্দন? বলেছেন, “অনেক সময় নিজের সঙ্গেই লড়াই চলতে থাকে, কাজটা করব, নাকি করব না। আমার মধ্যেও সেই দ্বন্দ্ব চলছিল। বুঝতে পারছিলাম না ঠিক কী করা উচিত আমার। ধীরে-ধীরে নিজের মন বানিয়ে নিলাম।”

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে