বিনোদন ডেস্ক : বর্তমান সময়ের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান। নাটক ছাড়াও ব্যক্তি জীবনের নানা বিষয় নিয়ে তিনি প্রায়ই আলোচনায় থাকেন। ক’দিন আগেই তিনি জানান, খুব শিগগিরই অভিনয় থেকে বিদায় নেবেন।
এ ছাড়া, সম্প্রতি ওমরাহ পালনও করে এসেছেন তিনি। বর্তমানে ছোট পর্দার অনেক অভিনেত্রীই নাটকের গণ্ডি পেরিয়ে নাম লিখিয়েছেন বড় পর্দায়। এদিকে, বর্তমানে নাটক নিয়েই ব্যস্ত সময় পার করছেন অহনা। এই মুহূর্তে নাটকেই বেশি মনোযোগ দিতে চান তিনি।
তিনি জানান, শুরু থেকে যদি শুরু করতে হয়, আমি আর কখনোই অহনা রহমান হতে চাইবো না। এ ছাড়া, আর বেশি দিন অভিনয়ও করবো না। এমনকি তিনি মনে করেন, সিনেমা করার মতো সেই লেভেলের সুন্দরী নন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে তিনি বলেন, আমি আসলে সিনেমা করার মতো ওই লেভেলের সুন্দরী নই। এমনকি যাকে দেখলে মনে হবে হিরোইন বা একজন নায়িকা, ওই বিষয়টাই আমার মধ্যে নেই। আমার মধ্যে সেই নায়িকা অ্যাপিলটাই নেই। আপনারা যাই বলেন না কেন, ব্যক্তিগতভাবে আমার কাছে এটাই মনে হয়। কারণ আমি আয়না দেখি তো প্রতিদিন।