বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২, ০৭:৩৮:৫৬

বিনা মেকআপে উরফিকে দেখে চিনতেই পারলেন না কেউ! (ভিডিওসহ)

বিনা মেকআপে উরফিকে দেখে চিনতেই পারলেন না কেউ! (ভিডিওসহ)

বিনোদন ডেস্ক: মেকআপ ছাড়া সামনে আসতে কিছুতেই চান না উরফি জাভেদ। এর আগে বহুবার পাপারাৎজি তার মেকআপবিহীন ছবি তোলার ব্যর্থ চেষ্টা করলেও সেই স্থান থেকে কার্যত পালিয়ে গিয়েছেন উরফি। তবে এবার আর নয়। 

বিনা মেকআপেই পাপারাৎজির ক্যামেরায় বন্দি হলেন তিনি। গিয়েছিলেন ডাক্তার দেখাতে। কিন্তু সেখানেও হাজির পাপারাৎজি। প্রথমে বিনা মেকআপে উরফিকে দেখে চিনতেই পারলেন না কেউ! তবে পাপারাৎজিকে দেখেই মুখে হাত চাপা দেন উরফি। ততক্ষণে পাপারাৎজিরা বুঝে গেছেন।

সাথে সাথে ক্যামেরা বন্দি হয়ে গিয়েছে তার মেকআপহীন লুক। সেই ভিডিও পোস্ট হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। চোখের তলায় ডার্ক সার্কেল স্পষ্ট। তবে নেটিজেনদের মতে উরফির এই রূপ অনেকে বেশি আসল, অনেক বেশি খাঁটি। কমেন্ট এসেছেন, ‘এমনটাই তো ভাল’। 

নিন্দাও হয়েছে। অনেকেরই মতে, মেকআপহীন উরফিকে নাকি চেনাই দায়! তবে মন কেড়েছে উরফির ব্যবহার। পাপারাৎজি যখন তার ছবি তোলায় ব্যস্ত, তখন উরফিকে বলতে শোনা যায়, ‘চা খাবেন আপনারা?’ 

যেখানে বেশিরভাগ সেলেব পাপারাৎজির ডাক উপেক্ষা করে চলে যান, সেখানে বৃষ্টির দিনে উরফি তাদেরকে চা খাওয়ার প্রস্তাব দিতেই আপ্লুত নেটিজেনদের একটা বড় অংশ। তাদের অনেকেই এক বাক্যে স্বীকার করে নিয়েছেন, “ব্যবহার সত্যিই ভাল তার”।

কখনও ফ্রেমবন্দি হতে দেখা যায় তার অন্তর্বাস, কখনও আবার ভুল পোজ়ের জেরে ভাইরাল হওয়া। যদিও বাস্তবে উরফি নিজের পক্ষে প্রশ্ন করতে সিদ্ধহস্ত। কিছুদিন আগেই তাকে বলতে শোনা যায়, ভাইরাল হলে হয়তো জনপ্রিয় হওয়া যায়, কিন্তু টাকা আসে না। 

রোজগারের জন্য প্রয়োজন কাজ। কিন্তু সেই কাজই পাচ্ছেন না উরফি। একাধিক কাজের প্রস্তাব এলেও কোনওটাতেই সেভাবে মত দিতে পারেননি তিনি। ভাল চরিত্র কিংবা কাজের সন্ধানেই এখন মরিয়া এই তারকা। ফ্যাশনটা তার কাছে লাইমলাইটে থাকার একটি অ স্ত্র মাত্র। ভিডিও দেখুন...

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে