মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২, ০২:৪৫:১১

আমার চরিত্রই এমন, মেয়ে দেখলে সামলাতে পারি না: সাজিদ খান

আমার চরিত্রই এমন, মেয়ে দেখলে সামলাতে পারি না: সাজিদ খান

বিনোদন ডেস্ক: তার চরিত্র একেবারেই ভাল নয়। মেয়ে দেখলেই নিজেকে সামলাতে পারতেন না। হ্যাঁ, একসময় গার্লফ্রেন্ড গওহর খানকে এমনটাই বলেছিলেন সাজিদ খান। গওহরকে তিনি বলেন, আমার চরিত্রই এমন, মেয়ে দেখলে সামলাতে পারি না।

তবে সাজিদের মুখে একথা শোনার পর গওহর কিন্তু সোজা ব্রেকআপের সিদ্ধান্ত নেন। ব্রেকআপের পর সাজিদ খান প্রকাশ্যে বলেছিলেন, “সে সময়ে আমার চারিত্রিক দৃঢ়তা একদম ছিল না। মহিলাদের মন জয় করে তাদের সঙ্গে বিশ্বাসঘা'তকতা করতাম। এটাই আমার অভ্যাস ছিল।”

তবে শুধু গওহর খান নয়। সাজিদ খানের বিরুদ্ধে যৌ'ন হে'ন'স্তার অভিযোগ তুলেছিলেন ভোজপুরি সিনেমার নায়িকা রানি চ্যাটার্জিও। রানি অভিযোগ করে বলেছিলেন, সুযোগ দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে সাজিদ তার স্তনের মাপ জানতে চেয়েছিল। 

শুধু তাই নয়, কতবার যৌ'ন স'ঙ্গ'ম করেছি, সেটাও জানতে চেয়েছিল সাজিদ। শার্লিন চোপড়াও সম্প্রতি বলেছেন, তাকে যৌ'না'ঙ্গ দেখিয়েছিলেন সাজিদ। ব়্যাচেল হোয়াইট, কারিশ্মা উপাধ্যায়, সিমরন সুরি ও সলোনি চোপড়ার মতো একাধিক অভিনেত্রী সাজিদের বিরুদ্ধে যৌ'ন হে'ন'স্তার অভিযোগ তুলেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে