বিনোদন ডেস্ক : ‘অপারেশ অগ্নিপথ’ নামের একটি ছবিতে ঢাকাই কিং শাকিব খানের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন নতুন নায়িকা শিবা অালি খান।
আশিকুর রহমান পরিচালিত ও ভারটেক্স প্রোডাকশন প্রযোজিত এ ছবিটির মহরত ২২ জানুয়ারি দুপুরে রাজধানীর একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এ ছবিটি শিবা আলি খানের দ্বিতীয় ছবি। এর আগে তিনি রিকিয়া মাসুদো পরিচালিত ‘দ্য স্টোরি অব সামারা’তে অভিনয় করেছিলেন।
এদিকে নিজের দ্বিতীয় ছবিতে নায়ক হিসেবে ঢাকাই ছবির কিং শাকিব খানকে পেয়ে যার পর নাই উচ্ছ্বসিত শিবা।
শিবা বলেন, ‘শাকিব ভাইয়ের মতো একজন সুপারস্টারের সঙ্গে অভিনয় করার ব্যাপারটা সত্যিই আনন্দের। আমি এই আনন্দ বলে বোঝাতে পারব না।’
ছবিটি নির্মাণে সহায়তা করবে অস্ট্রেলিয়া ভিত্তিক প্রতিষ্ঠান সিনেফেক্ট মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট।
২৩ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন