শনিবার, ২৩ জানুয়ারী, ২০১৬, ০৪:১২:০৮

বাগদানের আংটি ৬০ কোটি টাকা!

বাগদানের আংটি ৬০ কোটি টাকা!

বিনোদন ডেস্ক : মার্কিন সংগীতশিল্পী মারায়া কেরিকে ৬০ কোটি টাকার মূল্যের আংটি দিয়ে বাগদান সারলেন তার প্রেমিক জেমস প্যাকার। কেরি তার প্রেমিক ধনকুবের জেমস প্যাকারের সাথে আট মাস চুটিয়ে প্রেম করার পর এই পরিণয়ের দিকে যান।

২১ জানুয়ারি নিউইয়র্কের পারিবারিক এক নৈশভোজে মারিয়াকে নিয়ে বাকি জীবন কাটানোর প্রস্তাব দেন। আর মারিয়া এক কথায় সম্মতি প্রকাশ করেন।

নৈশভোজে মারিয়াকে ৩৮ ক্যারেটের একটি হীরার আংটি দিয়ে জেমস তার মনের কথা জানান। আংটিটির দাম ৭৫ লাখ ডলার বা প্রায় ৬০ কোটি টাকা।

তারা দুজনই জানান, ঠিক কবে তারা আনুষ্ঠানিকভাবে গাঁটছড়া বাঁধবেন, তা এখনই বলা না গেলেও বিয়ের বিষয়ে তারা বেশ ইতিবাচক।
২৩ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে