বিনোদন ডেস্ক : জন্মদিন এবং নতুন বছরের আগে বিরাট সুখবরে ভেসেছিলেন বজরঙ্গী ভাইজান। কিন্তু সেই সুখ আর বেশি দিন স্থায়ী হল না তার। হিট অ্যান্ড রান মামলায় মুম্বাই হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে মুপ্রিমকোর্টের দ্বারস্থ হল মহারাষ্ট্র সরকার।
গত বছর মে মাসের আগে নিম্ন আদালতে সালমান-কে দোষী সাব্যস্ত করে রায় দেওয়ার পর হাইকোর্টের দ্বারস্থ হলেন সালমানের পরিবার। সেখানে নতুন করে মামলার শুনানি হয়। হাইকোর্ট সালমান-কে নির্দোষ রায় দেয়। ২০০৩ সালে ২৮ সেপ্টেম্বর রাতে সালমানের সাদা টয়োটা ল্যান্ড ক্রুজার গাড়ির নীচে চাপা পড়েন পাঁচজন পথচারি। এঁদের মধ্যে একজন ঘটনাস্থলেই প্রাণ হারান আর বাকি ৪ জন গুরুতর আহত হন।
অভিযোগ ছিল, সালমান সে সময় কোমল পানি জাতীয় কিছু খেয়ে গাড়ি চালানোয় এই দুর্ঘটনা ঘটে। সালমানের এক দেহরক্ষী রবীন্দ্র পাটিলের সাক্ষ্য অনুযায়ী গাড়িটি চালাচ্ছিলেন সালমান নিজেই। তবে ২০০৭ সালে রবীন্দ্র যক্ষ্মা রোগে মারা যান। নিম্ন আদালত মামলায় সালমানকে ৫ বছরের কারাদণ্ডের নির্দেশ দেয়। রায় শোনার পর আদালতের মধ্যেই কান্নায় ভেঙে পড়েন সালমান। পরে অবশ্য হাইকোর্টের রায়ে তাকে নির্দোষ ঘোষণা করা হয়।
২৩ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই