শনিবার, ২৩ জানুয়ারী, ২০১৬, ০৮:২৬:৫১

‘ক্যায়া কুল হ্যায় হাম’ ছবিকে হাইকোর্টের নোটিস

‘ক্যায়া কুল হ্যায় হাম’ ছবিকে হাইকোর্টের নোটিস

বিনোদন ডেস্ক : বিষয়বস্তু কুরুচিপূর্ণ এবং একজন ভদ্র লোকের পক্ষে এই ছবি দেখা সম্ভব নয় এই অভিযোগ এনে হাইকোটে মামলা দেয়ের কার হয়েছে। ‘ক্যায়া কুল হ্যায় হাম’ ছবির কাহিনি এমন হওয়া তার প্রযোজক, পরিচালক, কাহিনীকারকে নোটিশ পাঠাল বম্বে হাইকোর্ট। জনস্বার্থে এই ছবি নিষিদ্ধ করতে কোর্টে পিটিশন দায়ের করেছিলেন জুবায়ের খান নামে এক ব্যক্তি।

যদিও বিচারপতি এনএইচ পাতিল ও জিএস কুলকার্নির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আজ ছবিটি রিলিজ হয়ে যাওয়ায় তা আর বন্ধ রাখা যায়নি। কোর্টের পক্ষ থেকে প্রযোজক একতা কাপুর, শোভা কাপুর, পরিচালক উমেশ ঘার্গে, কাহিনীকার মিলাপ জাভেরি ও মুস্তাক শেখ এবং মহারাষ্ট্র সরকার ও সেন্সর বোর্ডের কাছে নোটিশ পাঠানো হয়। আদলতের পক্ষ থেকে জানানো হয় আগামী সপ্তাহে এই মামলার শুনানি হবে।

প্রসঙ্গত, জুবায়ের খান এই ছবির বিষয়বস্তুকে কুরুচিপূর্ণ বলে কোর্টে পিটিশন দায়ের করেন। পিটিশনে দাবি করা হয়, ছবিটি দেশের সংস্কৃতি, মূল্যবোধের বিরোধী। ছবিটির ট্রেলর ও পোস্টারকেও অত্যন্ত অশালীন বলে দাবি করা হয়। জুবায়ের জানিয়েছেন, সানি লিওন অভিনীত ‘মাস্তিজাদে’ ছবিটিও নিষিদ্ধ করার দাবিতে আদালতে পিটিশন দায়ের করবেন তিনি।
২৩ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে