শনিবার, ২৩ জানুয়ারী, ২০১৬, ১০:২০:৩১

শাহরুখ পুত্রের জন্মদিনে অমিতাভ নাতনির ফটোশ্যুট

শাহরুখ পুত্রের জন্মদিনে অমিতাভ নাতনির ফটোশ্যুট

বিনোদন ডেস্ক : সাধারণত বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন খবরের লাইমলাইটে থাকেন৷ কিন্তু এবার সেই লাইমলাইটে থাকতে দেখা গেল অমিতাভ নাতনি নাভ্যা নভেলি নন্দাও। বলিউডের বাতসে খবর ভেসে বেড়াচ্ছে, বলিউড কিং শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের জন্মদিনে উৎসব চুটিয়ে উপভোগ করেছেন নাভ্যা৷  নন্দার সঙ্গে সময় কাটানোর ছবি ইতিমধ্যে প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। জন্মদিনের পার্টিতে মনের মতো সময় কাটানোর ছবি পোস্ট করেছেন আরিয়ান এবং নন্দা।

বর্তমানে তারা দুজনেই লন্ডনে পড়ালেখা করছেন। দুজনের আবার শিক্ষা প্রতিষ্ঠান একই। তাই নাভয়ার সঙ্গে আরিয়ানের মেলামেশা খুব সহজেই শুরু হয়৷ অন্যদিকে বিগ বি ও কিং খান দুজনেরই সম্পর্ক বর্তমানে সিনেমায় এবং বাস্তবে খুবই ভালো। ‘মহব্বতে’, ‘কভি খুশি কভি গম’-এর মতো  ছবিতে এই দুই তারকাকে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছে। আর সেই সম্পর্কই এখন বহন করে চলেছেন তাদের নয়া প্রজন্ম৷
২৩ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে