শামছুল হক রাসেল : ‘জীবন কত সুন্দর তা এখন অনুভব করছি। মাতৃত্বের মতো আনন্দ আর কিছু নেই। বলতে পারেন জীবনের শ্রেষ্ঠ সময় পার করছি’— আড়াল জীবন নিয়ে এভাবেই মন্তব্য করলেন এক সময়ের জনপ্রিয় মডেল-অভিনেত্রী সারিকা। প্রায় তিন বছর মিডিয়ার বাইরে।
২০১৩ সালে অনেকটা অপ্রত্যাশিতভাবে ঘোষণা দিয়ে মিডিয়াকে টাটা জানান। এরপর ২০১৪ সালের ১২ আগস্ট ব্যবসায়ী মাহিম করিমকে বিয়ে করেন। আর গত বছরের মে মাসে কন্যা সন্তানের মা হলেন। বোঝাই যাচ্ছে, ধীরে ধীরে সাংসারিক হয়ে গেছেন তিনি। এ কারণে দূরত্ব ভক্তদের সঙ্গে।
কেমন আছেন জানতে চাইলে সারিকা বলেন, ‘খুউউ...ব ভালো আছি। স্বামী-মেয়ের সঙ্গে আনন্দে দিন কাটাচ্ছি। সময় দিচ্ছি পরিবারে। ব্যস্ততা তাদের ঘিরেই। বলতে পারেন সাংসারিক মায়াজালে নিজেকে জড়িয়ে ফেলেছি। শাহরিশার [মেয়ের নাম] হামাগুড়ি দেওয়া থেকে শুরু করে যে কোনো চপলতা উপভোগ করি।’ মিডিয়ায় সহকর্মীদের সঙ্গে যোগাযোগ আছে কিনা জানতে চাইলে সারিকা বলেন, ‘খুব একটা হয় না। মূলত ফেসবুকেই টুকটাক যোগাযোগ হয়।’
মিডিয়ায় প্রত্যাবর্তন প্রসঙ্গে সারিকা বলেন, ‘ইচ্ছা তো করে। তবে ফেরার কোনো পরিকল্পনা নেই। কারণ এ মুহূর্তে মেয়েকে ঘিরেই আমার ভবিষ্যত্। সবে তো ৮ মাস হলো তার।’ মিডিয়ায় না ফিরলেও আগের জীবন মিস করেন সারিকা। তাই তো তিনি বললেন, ফেম বা খ্যাতির জন্য বলছি না। বলছি ক্যামেরার সামনে দাঁড়ানোর বিষয়ে। এটি এখনো মিস করি। মিস করি ক্যামেরার সামনে ‘অ্যাকশন’ শব্দটি।
অপ্রাপ্তি নিয়ে সারিকা বলেন, ‘সিনেমায় প্রচুর অফার ছিল। করা হয়নি। একটু খারাপ লাগে।’ বিজ্ঞাপনে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য লাগত বলে সারিকা জানান। তিনি বলেন, ‘নাটকের দর্শক প্রতিক্রিয়া একটু দেরিতে পাওয়া যায়।
কিন্তু বিজ্ঞাপনেরটা খুব দ্রুত। তাই এটা উপভোগ করেছি।’ বিডি প্রতিদিন
২৪ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি