রবিবার, ১৩ নভেম্বর, ২০২২, ১২:৪৯:৩৪

'আমার পশ্চাৎদেশে কামড়ে দাও', অদ্ভুত আবদার করে বসলেন সালমান!

'আমার পশ্চাৎদেশে কামড়ে দাও', অদ্ভুত আবদার করে বসলেন সালমান!

বিনোদন ডেস্ক: বলিউডের ভাইজান সালমান খানের নতুন দাবি। নিজের পশ্চাৎদেশে কামড়াতে জোর করেন ভাইজান অন্য এক অভিনেতাকে। আমার পশ্চাৎদেশে কামড়ে দাও, অদ্ভুত আবদার করে বসলেন সালমান। তার কথায়, ‘‘কামড় খেলে পশ্চাৎদেশেই খাও, হাতে কামড় খাওয়ার ইচ্ছে নেই।’’ 

অভিনেতার এমন অদ্ভুত আবদারই বা করলেন কোন অভিনেতা কে? আগামী ২৫ নভেম্বর মুক্তি পেতে চলেছে বরুণ ধাওয়ান ও কৃতি শ্যানন অভিনীত ছবি ‘ভেড়িয়া’। এক নেকড়ের কামড়েই বরুণের এই রূপান্তর দেখা যাবে সেই ছবিতেই। সম্প্রতি বিগ বসের মঞ্চে ভেড়িয়া ছবির প্রচারে আসেন বরুণ ও কৃতি। 

ছবির গল্প শুনে অভিনেতা বরুণ ধাওয়ানের কাছে আবদার করে বসেন সালমান। তিনি বলেন, ‘‘আমার পশ্চাৎদেশে তুমি কামড়ে দাও দেখি,’’ বরুণ অবশ্য বলেন, ‘‘আমি কামড়ালে হাতে কামড় বসাব।’’ বরুণের কথা শোনার পাত্র নন ভাইজান। তার সোজাসাপ্টা জবাব, ‘‘ভেড়িয়া যা করে, সেই ভাবে পশ্চাৎদেশে কামড়াও।’’ 

তবে সালমানের এই কাণ্ডকারখানা দেখে হেসে কুটিপাটি কৃতি শ্যানন। অভিনেতার এমন ভাব গতিক দেখে হকচকিয়ে যান বরুণও। তবে সালমান গোটাটাই করেছেন মজার ছলে। খুব শীঘ্রই নেকড়ের চরিত্রে দেখা যাবে অভিনেতা বরুণ ধাওয়ানকে। সূত্র: এবিপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে