রবিবার, ২৪ জানুয়ারী, ২০১৬, ১০:৫৫:১৫

এবার আমিরের প্রশংসায় সানি লিওন

এবার আমিরের প্রশংসায় সানি লিওন

বিনোদন ডেস্ক : সম্প্রতি বলিউড সুপারস্টার আমির খান সানি লিওনের প্রশংসা করে জানিয়েছিলেন, ‘সানির সাথে তিনি অভিনয় করতে চান’। আমিরের কাছ থেকে এমন কথা শোনে বেশ উচ্ছ্বসিত ছিলেন আলোচিত সানি লিওন।

এদিকে সানি লিওন বহু আগেই জানিয়েছিলেন তার সব থেকে পছন্দের নায়ক আমির খান। তিনি নাকি আমিরের কোন ছবিই মিস করেন না। আর স্বাভাবিকভাবে স্বপ্নের নায়কের কাছ থেকে অমন প্রশংসাসহ অভিনয়ের প্রস্তাব আসাটা যেই কারোর জন্যই পরম আনন্দের। আর তাই কি আনন্দটা ধরে রাখতে পারছেন না সানি লিওন! যার কারণে আমিরের প্রশংসায় তিনি পঞ্চমুখ?

এক সাক্ষাতকারে এই সানি লিওন বলেন, আমি এতটাই খুশি যে তা প্রকাশের ভাষা আমার কাছে নেই। আমরা অভিনেতা অভিনেত্রীরা সকলেই একটা মিথ্যে দুনিয়ায় বাস করি। সেখানে আমিরের মতো এক মহান অভিনেতার এই প্রস্তাবে আমি মুগ্ধ।’

তিনি আরো জানিয়েছেন ‘আমিরের মতো অভিনেতার সঙ্গে গোটা বিশ্বে যে কেউই কাজ করতে চাইবেন। আমির এমনই একজন, যার কাছ থেকে অপরিমেয় সম্মান পেয়েছি আমি। ভবিষ্যতে কী হবে জানি না, তবে আমি সারা জীবন তার অনুরাগী হয়েই থাকব।’
২৪ জানুয়ারি, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে