বিনোদন ডেস্ক : বাবা হতে চলেছেন শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী তৌসিফ। এখন নতুন অতিথির আগমনের প্রহর গুণছেন তৌসিফ ও নিপা দম্পতি। আগামী এপ্রিলেই তাদের ঘরে নতুন অতিথির আগমন ঘটবে বলে জানা গেছে।
তা পুত্র সন্তান নাকি কন্যা সন্তান? এমন প্রশ্নে উত্তর এড়িয়ে যান তৌসিফ। তবে তার এবং তার স্ত্রীর ফেসবুক ওয়াল ঘাটাঘাটি করে বোঝা গেল সম্ভবত পুত্র সন্তানের বাবা-মা হতে যাচ্ছেন তারা।
তৌসিফ জানিয়েছেন, ‘সন্তান এখনও পৃথিবীর আলো দেখেনি তারপরও অন্যরকম এক অনুভূতি কাজ করছে নিজের মধ্যে। সবাই আমার স্ত্রী এবং অনাগত সন্তানের জন্য দোয়া করবেন। সবকিছু যেন ভালোই ভালোই সম্পন্ন হয়।’
২৪ জানুয়ারি, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন