রবিবার, ২৪ জানুয়ারী, ২০১৬, ০১:০৪:৫৭

তবে কি সালমানের সঙ্গেই ইনিংস শুরু করছেন ক্যাটরিনা?

তবে কি সালমানের সঙ্গেই ইনিংস শুরু করছেন ক্যাটরিনা?

বিনোদন ডেস্ক : ক্যাটরিনার প্রেমটা ছিলো সালমান খানের সাথেই। এরপর সম্পর্কের ইতি টেনে তিনি জড়িয়ে পড়েন রণবীর কাপুরের সাথে। যা বলিউড পাড়ায় ব্যাপক অালোচিত ছিলো। তবে ক্যাটের এই প্রেমটাও টিকেনি। বিচ্ছেদ ঘটে রণবীর ও ক্যাটের।

এদিকে বিচ্ছেদের পর আবারও ক্যাটরিনা সালমানের কাছাকাছি চলে এসেছেন। এর ফলে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে। বলা হচ্ছে, তাহলে কি সালমানের সাথে থেমে যাওয়া সেই ইনিংসই শুরু করছেন ক্যাটরিনা?

এদিকে সালমানের মুখে হঠাৎ করেই শোনা গেল ক্যাটরিনার প্রশংসা। ক্যাটরিনা যে সলমনের কাছে অনেকটাই স্পেশাল তা আরও একবার প্রকাশ পেল।

বিগ বস-এর গ্র্যান্ড ফিনালে-তে নিজের ছবি ‘ফিতুর’-এর প্রোমোশনে এসেছিলেন ক্যাটরিনা এবং আদিত্য রায় কাপুর। অনুষ্ঠান মঞ্চে সারাক্ষণই ক্যাটের সঙ্গে মজা করে কাটিয়েছেন বলিউডের এই ভাইজান। অনেক বছর পরে স্টেজ শেয়ার করলেও দু’জনের স্বাচ্ছন্দ্য নিয়ে প্রশ্ন তুলতে পারবেন না কোনও নিন্দুকও।

কিন্তু মজার মাঝেও ক্যাটকে পাশে নিয়েই সালমান জানান, ক্যাটরিনা একজন দৃঢ় চরিত্রের মহিলা। ক্যাট-রনবীরের সম্পর্ক নিয়ে বলিউডে এই মুহূর্তে চর্চা কম নেই। কঠিন সময়ে সালমান খান যে ক্যাটরিনা কাইফের পাশে আছেন, তা এই নায়কের বডি ল্যাঙ্গুয়েজেই ছিলো স্পষ্ট।
২৪ জানুয়ারি, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে