রবিবার, ২৪ জানুয়ারী, ২০১৬, ০১:১৫:০৯

দাদাসাহেব ফালকের জুরি বোর্ড সদস্য রুনা লায়লা

দাদাসাহেব ফালকের জুরি বোর্ড সদস্য রুনা লায়লা

বিনোদন ডেস্ক : ভারতীয় চলচ্চিত্রের সম্মানজনক পুরস্কারের আসর হচ্ছে ‘দাদাসাহেব ফালকে পুরস্কার’। চলচ্চিত্রে বিশেষ অবদান রাখার জন্য ১৯৬৯ সাল থেকে ভারতে প্রতিবছরই এই পুরস্কার দেওয়া হচ্ছে।

আগামী ৩০ এপ্রিল সম্মানিতদের হাতে এ পুরস্কার তুলে দেয়া হবে। তবে এবার কে পাচ্ছেন ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার?

সেই ব্যাক্তিকে মনোনীত চূড়ান্ত করার জন্য সম্প্রতি গঠন করা হয়েছে জুরি বোর্ড। আর সেই জুরি বোর্ড সদস্য হচ্ছে উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী রুনা লায়লা।

১৬ জানুয়ারি সংগীতশিল্পী রুনা লায়লার কাছে একটি চিঠি পাঠিয়েছে দাদাসাহেব ফালকে ফিল্ম ফাউন্ডেশন। চিঠিতে স্বাক্ষর করেছেন ফাউন্ডেশনের ম্যানেজিং ট্রাস্টি আশফাক খোপিকার।

রুনা লায়লার কাছে পাঠানো ওই চিঠিতে তিনি লিখেছেন, ‘আপনার দীর্ঘ সংগীতজীবনের অভিজ্ঞতা ও অর্জন দাদাসাহেব ফালকে ফাউন্ডেশনকে সমৃদ্ধ করবে।’

গতকাল শনিবার সন্ধ্যায় রুনা লায়লা জানিয়েছেন, ‘আমি জুরি বোর্ডের সদস্য হতে সম্মতি জানিয়েছি। বাংলাদেশি শিল্পী হিসেবে “দাদাসাহেব ফালকে” পুরস্কার বিজয়ী নির্বাচনের দায়িত্ব পাওয়া আমার জন্য গর্বের ব্যাপার। খুব ভালো লাগছে।’

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার হলো চলচ্চিত্রে ভারত সরকারের সর্বোচ্চ সম্মাননা। পুরস্কার হিসেবে বিজয়ীর হাতে তুলে দেওয়া হবে একটি স্বর্ণকমল পদক, একটি শাল ও ১০ লাখ রুপি।
২৪ জানুয়ারি, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে