বিনোদন ডেস্ক : শাহরুখ খানের নায়িকা হিসেবে আলিয়া ভাটকে দেখা যাবে। এমন খবর পাওয়া গিয়েছিলো আগেই। এ খবরের পর থেকে শাহরুখ ভক্তরাও মুখিয়ে আছে। তবে শাহরুখের নায়িকা হওয়া নিয়ে দ্বিধা-দ্বন্দ্বেই ছিলেন আলিয়া। তার দ্বিধার কারণ ছিলো শাহরুখের সাথে তার বয়সের ফারাক।
এদিকে নতুন খবর হলো, সকল দ্বিধা-দ্বন্দ্ব কাটিয়ে গৌরি সিন্ধের ছবিতে ‘শাহরুখের নায়িকা’ হিসেবেই শুটিং শুরু করেছেন আলিয়া ভাট। আর এর জন্য তিনি শুভ কামনা চেয়ে খুদে ব্লগসাইট টুইটারে এক ট্যুইট বার্তা করেছেন।
আলিয়া লিখেছেন, ‘এবং একটি অসাধারণ সুন্দর পথ চলার শুরু হলো!!! আজ প্রথম দিন গৌরির ছবির... আমার জন্য শুভকামনা করবেন।’
২০১২ সালে ‘ইংলিশ ভিংলিশ’ ছবির মাধ্যমে নির্মাতা হিসেবে গৌরি সিন্ধের বলিউডে অভিষেক হয়েছিল। ওই ছবির মূল চরিত্রে অভিনয় করেছিলেন শ্রীদেবী।
২৪ জানুয়ারি, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন